রাহুল রায়,কাটোয়াঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় মাটি কৃষি উৎপাদন পালন মৎস্য খাদ্য কৃষি বিপণন সমবায় ও প্রানী সম্পদ মেলা ২০১৮ অনুষ্ঠিত হলো কাটোয়া ১নং ব্লকের করজ গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত দূর্গা গ্ৰাম নবীন সংঘ ফুটবল ময়দানে।মেলা মঞ্চ একটি উদ্বোধনী সংগীত অনুষ্ঠিত হয়। মেলা চলবে ২১ শে ডিসেম্বর পর্যন্ত।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে মেলা উদ্বোধন করেন কাটোয়া বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী। বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমাশাসক সৌমেন পাল,কাটোয়া ১নং ব্লকের বিডিও মহঃ বদরুদ্দোজা,কাটোয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি কনিকা বাইন সরকার,বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ সরকার,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত মজুমদার,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত,মাম্পি রুদ্র, কাটোয়া ১ নং ব্লকের নয়টি গ্ৰাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান,পঞ্চায়েত সমিতির বিভিন্ন আধিকারিকবৃন্দা ও কৃষি দফতরের আধিকারিবৃন্দা।এই মেলামঞ্চ থেকে কৃষকদের হাতে কৃষি ভাতা তুলে দিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী ও কাটোয়ার মহকুমাশাসক সৌমেন পাল।এলাকায় কৃষক শ্রেণীর মানুষরা মেলায় উপস্থিত ছিলেন।এবার মেলায় বিশেষ আকর্ষণ কৃষিজ ও সংশ্লিষ্ট বিষয়ক প্রদর্শনী ও প্রতিযোগিতা, আলোচনা সভা, কেসিসি ক্যাম্প, কুইজ কনটেস্ট ও বন্ধন প্রতিযোগিতা,বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি কৃষক পুরষ্কার বিতরণী।কৃষকদের উৎপাদিত কৃষিজ পণ্য দিয়ে মেলা সাজনো হয়েছে।কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী ও কাটোয়ার মহকুমাশাসক সৌমেন পাল সহ প্রমুখ কৃষি মেলার স্টলগুলি ঘুরে ঘুরে দেখেন।
আরও পড়ুন: স্থায়ীকরণের দাবীতে জেলাশাসককে আইসিডিএস কর্মীদের ডেপুটেশন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584