নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মোড় ঘুরেছে অন্যদিকে। সকলের কাছে আজ শ্যামা মৃত। তাই বাড়িতে তার শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ নিখিল মানতে নারাজ শ্যামা নেই। তাই সে শ্যামার ছবিতে পরানো মালা ছিঁড়ে ফেলে দেয়।

ওদিকে রাস্তায় একদিন শ্যামার মতো দেখতে একজনকে দেখতে পায় নিখিল। রাস্তায় যাকে দেখে সে শ্যামা ভাবে সে গৌরবর্ণা। জিন্স-টপ-জ্যাকেট পরিহিতা।শুধু তাই নয়, সে বাইক চালাচ্ছে! এ কি শ্যামা? নাকি শ্যামার মতোই দেখতে আরেকজন কেউ।

বিজ্ঞান বলে এক রকম দেখতে নাকি পৃথিবীতে সাত জন মানুষ থাকে। তা হলে এই গৌরবর্ণা শ্যামামুখী মহিলাটি কি তেমনই কেউ নাকি শ্যামা? সময় দেবে এই প্রশ্নের উত্তর। তবে, ধারাবাহিকের মোড় অন্যদিকে ঘোরায় দর্শক একটু নড়ে চড়ে বসেছেন এ কথা সত্য।

আরও পড়ুনঃ হাজির ‘পার্সল’-এর ট্রেলার
একইভাবে জনাকয়েক দর্শকের কথায়, ‘কৃষ্ণকলি’ যেভাবে আমরা দেখে এসেছি সেভাবেই বেশি ভাল লাগত। আজকাল আদিত্যর মাত্রাতিরিক্ত নৃশংস অপরাধগুলি একটু বেশিই রঞ্জিত বলে মনে হচ্ছে।
গল্পের নতুন মোড়ে ‘কৃষ্ণকলি’র টি আর পি বাড়বে না কমবে তা সময় বলবে। সাক্ষী হতে প্রতিদিন সন্ধে ৭ টায় জি বাংলায় দেখুন ‘কৃষ্ণকলি’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584