নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর এলাকার শিশুদের তিনি ফি বছর উপহার বিলি করেন। এবার পরিস্থিতি অন্য। শুধু তাই নয়, এখন শিশুদের খাবার পাওয়া জরুরী। করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন।
লকডাউন পরিস্থিতি মালদহ জেলাতেও। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শ্রমিক ও টোটো চালকেরা। তাদের দূর্দশা দেখে এগিয়ে এলো ইংরেজবাজার শহরের উত্তর বালুচরে ৯ নং ওয়ার্ডের স্থানীয়রা।
আরও পড়ুনঃ যুবকর্মীদের জন্য মাস্ক- স্যানিটাইজার বিতরণ জেলা যুব তৃণমূল সভাপতির
তাদের উদ্যোগে প্রায় ১০০ জন দুঃস্থ শিশুদের হাতে দুধ, পাউরুটি ও বিস্কুটতুলে দেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য রাস্তার উপর সাদা রং দিয়ে দাগ কেটে দেওয়া হয়। এরপর স্যানিটাইজার দিয়ে প্রত্যেক মানুষের হাত ধুয়ে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।তাদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584