মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনার থাবা এবার টি-২০ তে। করোনা আক্রান্ত হলেন ভারতীয় দলের অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়া। যার জেরে স্থগিত থাকল মঙ্গলবারের ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-২০ ম্যাচ। ম্যাচ শুরু হওয়া কয়েক ঘণ্টা আগেই বিবৃতি দিয়ে একথা জানিয়ে দিল বিসিসিআই।
জানা যায়, এই মুহূর্তে দুই দলকে আইসোলেশনে রাখা হয়েছে। সূত্রের খবর, যেসকল ক্রিকেটাররা ক্রুনাল পাণ্ডিয়ার সংস্পর্শে এসেছিলেন তাঁদের পাঠানো হয়েছে আইসোলেশনে। পাশাপাশি তাঁদেরকে আলাদাভাবে পর্যবেক্ষণ করা হবে।
বিসিসিআইয়ের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, দলের বাকি সকলের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে, বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে ভারত। প্রথম টি-২০ ম্যাচে ভারত ৩৮ রানে জিতেছে। কিন্তু তার মাঝেই ভারতীয় শিবিরে করোনা হানা।
আরও পড়ুনঃ রুপো জয়ী মীরাবাঈ চানুকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োগ করল মণিপুর সরকার
এদিন কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চলতি তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে জেতার লক্ষ্যে শিখর ধাওয়ান ও দাসুন শানাকাদের মুখোমুখি হওয়ার কথা ছিল। সেই ম্যাচ আপাতত স্থগিত রইল। এই মুহূর্তে সিরিজে ১-০ এগিয়ে আছে ভারত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584