সুশান্ত দাস পরিচালিত হিন্দি ধারাবাহিকে ক্রুশল আহুজা

0
392

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Risto Ka Manjha

‘কি করে বলব তোমায়’-এর পর এবার হিন্দি ধারাবাহিকে পা দিলেন সকলের প্রিয় কর্ণ থুড়ি ক্রুশল আহুজা৷ জি টিভিতে আসছে নতুন ধারাবাহিক ‘রিস্তো কা মাঁঝা’। এই ধারাবাহিকের প্রযোজনায় সুশান্ত দাসের ‘টেন্ট সিনেমা’।

Susanta das
সুশান্ত দাস, প্রযোজক

ইতিমধ্যেই হাজির প্রোমো। সেখানে দেখা যাচ্ছে ক্রুশল আত্মহত্যা করতে যাচ্ছে। দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছে গল্পের নায়ক অর্থাৎ ক্রুশল। ক্রুশলের বিপরীতে দেখা যাবে আঁচল গোস্বামীকে। আর নায়িকা এসে তাকে বলছে, আমি কখনও কারোকে আত্মহত্যা করতে দেখিনি। আজ দেখব ঝাঁপ দিন না।…

প্রোমো তো হাজির এর পরে কী হতে চলেছে সেটাই দেখার অপেক্ষা এবার। সুশান্ত দাসের প্রযোজনা সংস্থার এটিই প্রথম হিন্দি প্রজেক্ট। দিনকয়েক আগেই শোনা গিয়েছিল ক্রুশলের আগমন ঘটতে চলেছে হিন্দি ধারাবাহিকে। কৌতুহল দানা বেঁধেছিল তাঁর ভক্তমহলে। এবার সব ফাঁস।

Krushal Ahuja
ক্রুশল আহুজা
Anchal Goswami
আঁচল গোস্বামী

জানা গেল ক্রুশলের নয়া অবতারের খবর। ২৩ অগাস্ট থেকে সোম থেকে শুক্র সন্ধে ৭ টায়, জি টিভিতে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।

আরও পড়ুনঃ সলমনের পরিবর্তে ‘বিগ বস’-এর সঞ্চালনা করবেন করণ জোহর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here