ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:-
ধর্ষন যেন দেশ জুড়ে মহামারীতে পরিনত হয়েছে।জম্মু–কাশ্মীরের কাঠুয়া ও উত্তরপ্রদেশের উন্নাও ধর্ষণকাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে বাড়ছে বিক্ষোভ।
সেইসঙ্গে যোগীরাজও বারবার প্রশ্নচিহ্নের মুখে পড়ছে-বিতর্ক যেন পিছু ছাড়ছেই চায়না।
ধর্ষণ সহ ধর্ষিতার বাবাকে মারধরের অভিযোগে অভিযুক্ত ইউপির বিধায়ক কুলদীপ সেনগর।এই নিয়ে উত্তাল দেশ।আজ ভোররাতেই উন্নাওয়ের কিশোরী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বিজেপি বিধায়ক আটক হলেন সিবিআই এর হাতে। উত্তর প্রদেশের বাঙ্গামারুর এই বিধায়ক আপাতত জিজ্ঞাসাবাদের জন্য থাকবেন সিবিআই হেফাজতেই।
ভোররাতে সিবিআই হানা দেয় কুলদীপের লখনউয়ের বাড়িতে। ভোর সাড়ে চারটের নাগাদ উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে কুলদীপ সেনগরের ইন্দিরানগরের বাড়িতে যান সিবিআই প্রতিনিধিদল এবং তাকে আটক করে।
বৃহস্পতিবারই উন্নাওয়ের ঘটনায় যোগী আদিত্যনাথের সরকারকে তীরষ্কার করে এলাহাবাদ হাইকোর্ট। কেন কুলদীপ সিং সেঙ্গারকে গ্রেপ্তার করা হয়নি সেই প্রশ্ন তোলে আদালত। আর তারপরদিন ভোরেই এই ঘটনায় তদন্তকারী সংস্থা সিবিআই নিজেদের হেফাজতে নেয় অভিযুক্ত কুলদীপকে।
আপাতত, এই বিজেপি বিধায়ককে লখনউয়ের হজরতগঞ্জের সিবিআই হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চলবে জেরা।
উল্লেখ্য, কুলদীপের বিরুদ্ধে ৩ টি আলাদা আলাদা ধারাতে মামলা রয়েছে। ধর্ষণ সহ ধর্ষিতার বাবাকে মারধরের অভিযোগও রয়েছে কুলদীপের বিরুদ্ধে।ধর্ষিতার বাবা অভিযোগ জানানোর পর, তাঁকে পুলিশ গ্রেফতার করে , এবং পুলিশ হেফাজতেই তাঁর মৃত্যু হয়। সেই মৃত্যুতেও পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584