আজহার হুসেইন, কাশ্মীর:
জম্মু-কাশ্মীরের কুলগাম ডেপুটি কমিশনার শওকত আইয়াজ ভাট মঙ্গলবার জেলার বেশ কয়েকটি কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন এডিসি সাবির হুসেইন ভাট,কভিড১৯ স্পেশাল ডিউটি অফিসার পারভেজ রাইনা, এসিআর মির ইমতিয়াজ উল আজিজ, সাফাত হোসাইন ও অন্যান্য আধিকারিক বৃন্দ।
কোয়ারেন্টাইন সেন্টারগুলো ঘুরে সেখানকার সুযোগ-সুবিধা খতিয়ে দেখেন ডেপুটি কমিশনার। এছাড়াও তিনি কুলগাম গভর্নমেন্ট ডিগ্রী কলেজে অবস্থিত কোয়ারেন্টাইন সেন্টারে অতিরিক্ত শৌচাগার নির্মাণের নির্দেশ দেন।
পরে তিনি চাট্টাবাল রেড জোন পরিদর্শন করে সেখানকার সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আধিকারিকদের নির্দেশ দেন। তিনি নিজেই মানুষের সঙ্গে কথা বলেন এবং কিভাবে প্রশাসনের নির্দেশ মেনে বাড়িতে থেকে সুস্থ থাকতে হবে সে সম্বন্ধে উপদেশ দেন।
ইতিমধ্যে জেলা প্রশাসন বিভিন্ন এলাকাকে রেড জোন ও বাফার জোনে ভাগ করে দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584