মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
দুর্গাপুজোয় ভক্তশূণ্য বেলুড় মঠ। বুধবার সকালে মহাষ্টমীর মঙ্গলারতির পর করোনা বিধি মেনেই আয়োজন করা হয়েছিল কুমারী পুজোর। সালটা ১৯০১। মা সারদার উপস্থিতিতে শঙ্খ, বাদ্য, অর্ঘ, বলয় ও বস্ত্রাদি সহযোগে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ৷ তারপর থেকে প্রতিবছরই দুর্গাপুজোয় মহা অষ্টমীতে প্রথা মেনে এখানে কুমারী পুজো হয়ে আসছে বেলুড় মঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি।শুধু করোনা পরিস্থিতির কারণে এবছর বেলুড়মঠে ভক্তের সমাগম হয়নি। তবে করোনা বিধি মেনে হয়েছে কুমারী পুজো।
আজ, মহাষ্টমীর পুজো শেষ হওয়ার পর বেলুড়মঠে সকাল ৯টায় শুরু হয় কুমারী পুজো। এবারের কুমারী শরণ্যা চক্রবর্তী। বয়স ৬ বছর। সোমশেখর চক্রবর্তী এবং মা শ্বেতশ্রী চক্রবর্তীর মেয়ে এবারের কুমারী শরণ্যা। এদিন এই কুমারীকে উমা জ্ঞানে পুজো করা হয়। এবছর করোনার কথা মাথায় রেখে কুমারীর মুখেও ছিল মাস্ক।
আরও পড়ুনঃ বিমান চলাচলে অসুবিধার অভিযোগ, ‘বুর্জ খলিফা’-র লেজার শো নেভাতে বাধ্য হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব
করোনা পরিস্থিতির কারণে এবছর দুর্গাপুজোয় বেলুড় মঠে ভক্ত সমাগমে নিষেদ্ধাজ্ঞা জারি করা হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফে। তবে এর বিকল্প হিসাবে ভক্তদের জন্য লাইভে অনুষ্ঠান দেখার সুযোগও করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584