পিকের ঘাড়ে দোষ চাপিয়ে দলবদলের ফন্দি! দরজা খোলা আছে বার্তা কুনালের

0
306

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

তৃণমূলে এখন প্রশান্ত কিশোরকে ঢাল করে দল থেকে বেরিয়ে যেতে চাইছেন দলের কিছু নেতা। তাদের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের মুখপাত্র প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ।

Kunal Ghosh | newsfront.co
কুনাল ঘোষ। ফাইল চিত্র

তৃণমূলে এখন ‘যত দোষ নন্দ ঘোষ’ হলেন প্রশান্ত কিশোর। যাঁরা বিজেপিতে যেতে চাইছেন বা তৃণমূল ছাড়তে চাইছেন, তাঁরা পিকে অর্থাৎ প্রশান্ত কিশোরকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। প্রশান্ত কিশোরের ঘাড়ে সব দোষ চাপিয়ে নিজেরা দলবদল করে ফেলার ফন্দি এঁটেছেন। যারা দল থেকে বেরিয়ে যেতে চান তারা চটপট করুন। দরজা খোলা আছে। কেউ তাদের আটকে রাখেনি। প্রশান্ত কিশোরের পাশে দাঁড়িয়ে এমনই বার্তা দিল তৃণমূল নেতৃত্ব।

বিদ্রোহী নেতাদের দিকে আঙুল কুণালের তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দলের বিদ্রোহী নেতাদের দিকে আঙুল তুলে বলেন, কেউ কেউ বিজেপিতে যেতে চাইছেন বলেই প্রশান্ত কিশোরকে দোষ দিচ্ছেন। প্রশান্ত কিশোর তো আর সদ্য এসে দলে প্রচার পরিকল্পনার দায়িত্ব নেননি। তিনি দলের দায়িত্ব নিয়েছেন এক বছর আগে।

আরও পড়ুনঃ গঙ্গাসাগর মেলা নিয়ে বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক

এখন তাহলে একথা উঠছে কেন? প্রশান্ত কিশোর তাঁদের দলের কেউ নন কুণাল ঘোষের কথায়, প্রশান্ত কিশোর তাঁদের দলের কেউ নন। তাঁকে বা তাঁর সংস্থাকে প্রযুক্তিগত প্রচারের দায়িত্ব দিয়ে আনা হয়েছে। তাঁকে নিয়ে এত কথার কিছু নেই। তিনি এসেছেন প্রচার পরিকল্পনা প্রস্তুত করতেও। তাঁর সংস্থা প্রশিক্ষিত সদস্যদের নিয়ে তৈরি। তাঁরা সমীক্ষা চালিয়ে যেমনটা রিপোর্ট পাচ্ছেন তাঁর ভিত্তিতে প্রস্তাব দিচ্ছেন।

আরও পড়ুনঃ শিয়ালা এলাকায় নারীর সাথে দুর্ব্যবহারের অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

যেসব নেতারা হালে পানি পাচ্ছেন না কুণাল ঘোষ বলেন, কোনও কোনও নেতা হালে পানি পাচ্ছেন না। তাই তাঁরা প্রশান্ত কিশোরকে ঢাল করে সরে যেতে চাইছেন। বা তাঁদের কাছে প্রস্তাব রয়েছে অন্য কোনও দলের, তাই তাঁরা কোনও বাহানা দেখিয়ে বেরিয়ে যেতে চাইছেন, সেজন্যই ঢাল করা হচ্ছে প্রশান্ত কিশোরকে বা প্রশান্ত কিশোরের সংস্থাকে। ওই জুজু দেখিয়ে তাঁরা সুর চড়াচ্ছেন।

দাদার অনুগামী নাম দিয়ে কারা প্রচারে তাঁর সাফ কথা, শুভেন্দু অধিকারী তৃণমূলে রয়েছেন। ফলে তাঁর সঙ্গে তৃণমূলের কোনও সাংসদ বৈঠক করতেই পারেন। আর তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি কোনও কথা বলেননি। তাঁকে নিয়ে যা হচ্ছে তার বেশিরভাগটাই অন্য কারও রটনা করা। দাদার অনুগামী নাম দিয়ে কারা এসব প্রচার চালাচ্ছে, সেটা তো দেখতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here