Sarada Scam: সুদীপ্ত সেনের চিঠি টুইট করে শুভেন্দুর গ্রেফতারি চায় কুণাল

0
91

মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ

শনিবার সুদীপ্ত সেনের চিঠি প্রকাশ করে টুইট করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রেসিডেন্সি জেলে বসেই সারদা কর্তা ওই চিঠি লিখেছিলেন বলে দাবি।

Kunal Ghosh seeking arrest of Suvendu | newsfront.co
গ্রাফিক্স চিত্র

টুইটারে সুদীপ্ত সেনের লেখা ওই চিঠি পোস্ট করে কুণাল ঘোষ জানিয়েছেন, আদালত থেকে পাওয়া সুদীপ্ত সেনের চিঠির প্রতিলিপির ভিত্তিতে তিনি অভিযোগ তুলেছেন এবং শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবি জানাচ্ছেন। শুভেন্দু অধিকারী এবং তাঁর সহযোগী রাখাল সুদীপ্ত সেনের কাছে টাকা নিয়েছিলেন। বর্তমানে রাখাল জেল হেফাজতে রয়েছে। পুলিশ, ইডি এবং সিবিআই যদি রাখালকে জেরা করে তবেই আসল সত্য প্রকাশ পাবে। প্রসঙ্গত, সেচ দফতরের আর্থিক প্রতারণার মামলায় মাস খানেক আগে শুভেন্দু-ঘনিষ্ঠ রাখালকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার নিজের টুইটারে চিঠিটি প্রকাশ করে কুণাল ঘোষ লিখেছেন, ‘সারদা কর্তা সুদীপ্ত সেনের বক্তব্য, তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারী এবং তাঁর সহযোগী রাখাল বিপুল টাকা নিয়েছিলেন। রাখাল বর্তমানে জেল হেফাজতে রয়েছে। পুলিশ, ইডি এবং সিবিআই-এর উচিত রাখালকে জেরা করা। তদন্তের স্বার্থে প্রভাবশালী শুভেন্দুকে অবশ্যই গ্রেফতার করতে হবে।’

আরও পড়ুনঃ মমতাকে ‘নৈতিকতার’ চাপে ফেলতেই কি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগ!

তৃণমূলের তরফে ইতিমধ্যেই অভিযোগ তোলা হয়েছে, বৃহস্পতিবার দিল্লিতে সলিসিটর জেনারেল তুষার মেহতার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের দাবি, নারদ ও সারদা মামলায় অন্যতম অভিযুক্ত শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সংস্থা সিবিআই এবং ইডি ওই মামলার তদন্ত করছে।

আরও পড়ুনঃ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার দেবাঞ্জনের সহযোগী ইন্দ্রজিৎ সাউ

অন্যদিকে, নারদ মামলায় সিবিআই-এর আইনজীবী তুষার মেহতা। প্রধানমন্ত্রীর কাছে তৃণমূলের প্রশ্ন, এমন এক জন অভিযুক্তের সঙ্গে কী ভাবে সলিসিটর জেনারেল বৈঠক করতে পারেন? যদিও শুভেন্দু অধিকারী এবং তুষার মেহতা কেউই এমন বৈঠকের বিষয়ে কিছু জানাননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here