সারদা মামলার সব ষড়যন্ত্রকারী সহ অভিযুক্তদের গ্রেফতার চাইঃ কুণাল ঘোষ

0
142

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

সারদা চিটফান্ড মামলার যথাযথ তদন্তের দাবিতে ফের বিস্ফোরক হলেন কুণাল ঘোষ। এবার তৃণমূল কংগ্রেসের এই মুখপাত্রের হাতিয়ার সারদা-কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠি। প্রেসিডেন্সি জেল থেকে ২১ পাতার ওই চিঠি লেখেন সারদা-কর্তা সুদীপ্ত সেন। আজ, শনিবার ওই চিঠির বিষয়টি সামনে এনে কুণাল ঘোষ এই নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।

kunal ghosh | newsfront.co
নিজস্ব চিত্র

প্রেসিডেন্সি জেল থেকে সুদীপ্ত সেন চিঠিটি লেখেন রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সিবিআই ডিরেক্টর, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে। আগেই চিঠিটি প্রকাশ্যে চলে এসেছিল। চিঠিতে বেশ কয়েকজন রাজনৈতিক নেতার নাম ছিল। তাঁদের নাম এই চিটফান্ড দুর্নীতিতে আগে জানা যায়নি। ফলে এই নিয়ে হইচই পড়ে রাজ্যের রাজনৈতিক মহলে।

আরও পড়ুনঃ যোগীর পথেই শিবরাজ, লাভ জিহাদ বিলের খসড়া অনুমোদন রাজ্য মন্ত্রিসভার

kunal | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ভাষণে দলে দিলীপের অবদান নিয়ে ‘স্পিকটি নট’ মুকুলের, বাড়ছে রাজনৈতিক জল্পনা

আজ কলকাতার ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে হাজির হয়ে চিঠির প্রসঙ্গ সামনে আনলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। সারদা-কর্তার এই দীর্ঘ ২১ পাতার চিঠিটিকে গুরুত্ব দিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। কুণাল ঘোষ বলেন, “সুদীপ্ত সেন নিজেই গোটা বিষয়টির যথাযথ তদন্ত চেয়ে চিঠি লিখেছেন।

তিনি সবটাই সত্য বলছেন কি না আমি জানি না। কিন্তু অনেকটাইতো আগে শোনা। বারবার সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। এখনও বলছি, সুদীপ্ত সেন যা লিখেছেন, তাতে কয়েকজনকে হেফাজতে নিয়ে তদন্ত করা দরকার।” তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের বক্তব্য, “আমার কাছে এই মামলা জীবন মরণের লড়াই।

মুখের হাসি অটুট রেখে বহু যন্ত্রণা চেপে আমি লড়াই করে যাচ্ছি। এই চিঠির প্রতিটি কথার যথাযথ তদন্ত ছাড়া যেন তদন্ত প্রক্রিয়া শেষ না হয়। সব ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করতে হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here