ক্ষমা চাইবেন না, সুপ্রিম কোর্টে হলফনামায় সাফ জানালেন কুণাল কামরা

0
77

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

kunal kamar | newsfront.co
কুণাল কামরা- ফাইল চিত্র

সুপ্রিম কোর্টের অবমাননার অভিযোগে কিছুতেই ক্ষমা চাইবেন না। শুক্রবার সুপ্রিম কোর্টে নিজের হলফনামায় সাফ জানিয়ে দিলেন কমেডিয়ান কুণাল কামরা। শুক্রবার সুপ্রিম কোর্টে নিজের হলফনামায় তিনি জানান, সমালোচনার জন্য নয়, বিচারব্যবস্থার উপর মানুষের আস্থা তার কাজেই হারাচ্ছে।

উল্লেখ্য, এই জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টকে অবমাননা করার অভিযোগ উঠেছিল। সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক পোস্ট করায় তাঁকে নোটিস পাঠায় শীর্ষ আদালত। কমেডিয়ানের দাবি, দেশে অসহিষ্ণুতার সংস্কৃতি দিন দিন মাথাচাড়া দিচ্ছে।

আরও পড়ুনঃ বিধানসভার অধিবেশনে রাজ্যপালের ভাষণ নেই, সাংবিধানিক নিয়ম ঘিরে উঠছে প্রশ্ন

কুণাল কামরা সর্বোচ্চ আদালতে আরও জানিয়েছেন, তাঁর টুইট বা কৌতুকের জেরে যদি বিশ্বের সবচেয়ে শক্তিশালী আদালতের ভিত নড়ে যায় তাহলে বুঝতে হবে যে তাঁর কৌতুককে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। হলফনামায় এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন কুণাল কামরা।

তাঁর দাবি, গণতন্ত্রে কোনও প্রতিষ্ঠান সমালোচনার ঊর্ধ্বে হলে তার মানে অপরিকল্পিত লকডাউনের জন্য পরিযায়ী শ্রমিকদের পায়ে হেঁটে বাড়ি ফিরতে বাধ্য করাও অযৌক্তিক ও অগণতান্ত্রিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here