স্পোর্টস ডেস্কঃ
২২৬ রানে নবম উইকেট হিসাবে কাসুন রাজিথা যখন কেশব মহারাজের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন তখন মনে হয় অতি বড় শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীও মনে হয় স্বপ্নে ভাবতে পারেনি যে শ্রীলঙ্কা জিততে পারে। কারণ শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৭৮ রানের। আর হাতে ছিল একটি মাত্র উইকেট। তাও এগারো নম্বর ব্যাটসম্যান হিসেবে ডেবুট্যান্ট বিশ্ব ফার্নান্ডোকে নিয়ে ক্রিজে আছেন কুশল পেরেরা।
কিন্তু সেটাই সম্ভব করে দেখাল কুশল পেরেরা। ২০০ বলে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে মাত্র এক উইকেটে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন শ্রীলঙ্কাকে।
এগারো নম্বর ব্যাটসম্যান বিশ্ব ফার্নান্ডোকে নিয়ে চতুর্থ ইনিংসে ৩০৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৭৬ রানের পার্টনারশিপ গড়েন তিনি। এই জয়ের ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
(ফিচার ছবি-https://twitter.com/rana_okarapti/status/1096765070636400641?s=19)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584