কৃষি আইনের প্রতিবাদে বিজেপি শাসিত রাজ্যেই দশেরাতে দাহ হবে মোদীর কুশপুতুল

0
116

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দশেরায় এবার প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করবেন কৃষকরা। ঘোষণা কৃষকদের সংগঠন ভারতীয় কিষাণ ইউনিয়নের। বিজেপি শাসিত রাজ্য হরিয়ানাতেই পালিত হবে এই কর্মসূচি। গুরনাম সিং, কৃষক সংগঠনের সভাপতি জানিয়েছেন, দশেরায় (২৫ অক্টোবর) পাঞ্জাবের প্রতিটি ব্লকে দুপুর একটার সময় দাহ করা হবে নরেন্দ্র মোদীর কুশপুতুল।

Narendra Modi | newsfront.co
নরেন্দ্র মোদী

নতুন কৃষি আইনকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদে কৃষকরা। হরিয়ানা, পাঞ্জাবে রাস্তায় অবস্থান করে, টোল প্লাজা বন্ধ করে দিয়ে আন্দোলনে নেমেছেন কৃষকদের একাধিক সংগঠন। আইন প্রত্যাহারের দাবিতে একজোট হয়েছেন কৃষকরা। এইবার তাঁদের প্রতিবাদ প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ কর্মসূচি।

আরও পড়ুনঃ ধর্ষণে অভিযুক্ত কংগ্রেসের প্রার্থী! প্রশ্ন তুলতেই মহিলা সদস্যকে নিগ্রহ

‘কুশপুতুলে সেই সব নেতার ছবি থাকবে যাঁরা কৃষক বিরোধী আইনের সমর্থক।‘ বলেন ভারতীয় কিষাণ ইউনিয়ানের সভাপতি গুরনাম সিং। গুরনাম সিংয়ের বক্তব্য রেকর্ড করে শোনানো হচ্ছে কৃষকদের।

আরও পড়ুনঃ রিপাবলিক টিভি, টাইমস নাও-এর বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ বলিউডের প্রযোজনা সংস্থাগুলি

সংগঠনের কার্যকরী সভাপতি করমসিং মাথানা বলেন, কেন্দ্রের এই কালা আইনের বিরূদ্ধে আন্দোলনে নেমেছেন কৃষকরা। তাঁরা মনে করছেন এই নতুন আইনের ফলে চাষীর জমি কর্পোরেটদের হাতে চলে যাবে।

কৃষি আইন-এর বিরুদ্ধে কৃষক বিক্ষোভ পাঞ্জাব ও হরিয়ানার সর্বত্র। হরিয়ানায় বিজেপির জোট সঙ্গী জেজেপির বিধায়ক দেবেন্দ্র সিং বাবলিকে কালো পতাকা দেখানো হয় ফাতেহাবাদ জেলার এক মাণ্ডিতে যাওয়ার সময়। দিঘলের কাছে বিজেপি নেতৃত্ব কৃষি আইনের সমর্থনে ট্র্যাক্টর ব়্যালি করে, সেখানেও কালো পতাকা প্রদর্শন করেন আন্দোলনকারীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here