সজিবুল ইসলাম,মুর্শিদাবাদঃ
মোদী সরকার কৃষি বিল বাতিলের প্রতিশ্রুতি দিয়ে এখনও কার্যকরী না হওয়ায় ৩১ জানুয়ারি কৃষক সভার নেতৃত্বে জলঙ্গীতে বিশ্বাসঘাতকতা দিবস পালন সিপিআইএমের।
কেন্দ্র সরকারের বিরুদ্ধে জলঙ্গী এরিয়া কমিটির দলীয় কার্যালয় থেকে মিছিলের সঙ্গে স্লোগান তুলে রাস্তা অবরোধ করে প্রধানমন্ত্রী মোদীর কুশপুতুল দাহ করা হল জলঙ্গি রাজ্য সড়কের উপর।
এদিন প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার বলেন যে, কেন্দ্র সরকার কৃষি বিল বাতিল করেছে। কিন্তু সেই কৃষি আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ সহ একাধিক কৃষি আন্দোলনের কর্মীদের উপর মিথ্যা মামলা হয়েছে সেই সব পরিবারকে ক্ষতিপূরণ সহ মিথ্যা মামলা গুলো তুলে নিতে হবে। তারই বিরুদ্ধে গোটা দেশে বিশ্বাসঘাতকতা দিবস হিসেবে পালন করা হল আজ।
আরও পড়ুনঃ বাড়ি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত বড়ঞা, পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ পুলিশের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584