IPL2022: রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি হাসলেন পাঞ্জাব কিংস

0
81

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

রুদ্ধশ্বাস ম্যাচে পাঞ্জাব কিংস পাঁচ উইকেটে হারিয়ে দিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। এদিনের পাঞ্জাবের জয়ের নায়ক ভানুকা রাজাপক্ষ। রবিবার নবি মুম্বাই ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংসের অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল। শুরুটা দারুন করেন নতুন অধিনায়ক ডুপ্লেসি ও নবাগত অর্জুন রাবাত, প্রথম উইকেট জুটিতে ৫০ রানের পার্টনারশিপ করে। অর্জুন রাবত রাহুল চাহরের বলে ২১ রানে ফিরে যায়।

Punjab Super Kings

প্রাক্তন ও নতুন অধিনায়ক বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি ১১৮ রানের পার্টনারশিপ হয়। ফাফ ডুপ্লেসি দুরন্ত ৮৭ রান করেন মাত্র ৫৭ বলে (৩৪ ও৭৬)। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুই প্যাকেজ হারায়। ১৬৮ রানের মাথায় ডুপ্লেসি অৰ্ষদীপের বলে ফিরে যান। শেষ দিকে বিরাট কোহলি ও দীনেশ কার্তিক দ্রুত রান করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট, স্কোর ২০৫ রানে পৌঁছায়। বিরাট কোহলি ২৯ বলে ৪১ রান করেন। অপরদিকে দীনেশ কার্তিক মাত্র ১৪ বলে ৩২রান করেন, যার মধ্যে তিনটি ছয় ও তিনটে চার রয়েছে। প্রাক্তন নাইট অধিনায়ক কেন এইদিন দারুণ ছন্দে দেখাচ্ছিল।

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন পাঞ্জাব ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও শিখর ধাওয়ান। প্রথম উইকেটের জুটিতে রান ৭৩। এরপর পাঞ্জাব ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে হাসান ফিরিয়ে দেন। এরপর মাঠে নামে শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটসম্যান ভানুকা রাজাপক্ষ, প্রথম থেকেই তিনি রান তুলতে শুরু করেন। রাজাপক্ষের ইনিংসের ওপর ভর করে পাঞ্জাব জয়ের দোরগোড়ায় পৌঁছে যায়। এমত অবস্থায় মহম্মদ সিরাজ রাজাপক্ষকে ৪৩ রানে ফিরিয়ে দেন। এদিন রাজাপক্ষ দুটি চার ও চারটি ছয় দিয়ে ঝকঝকে ৪৩ রানের ইনিংস খেলেন।

আরও পড়ুনঃ জয় দিয়ে শুরু করল কলকাতা নাইট রাইডার্স

এরপরের বলে রাজ বোয়াকে আউট করে আরসিবিকে ম্যাচে ফেরান সিরাজ। লিয়াম লিভিংস্টোন ছোট্ট কার্যকরী ১৯ রান করে ফিরে গেলে পাঞ্জাব আরও চাপে পড়ে যায়। শেষপর্যন্ত শাহরুখ খান ও ওডেন স্মিথের দাপটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব কিংস। ওডেন স্মিথ অপরাজিত ৮ বলে ২৫ রান করেন, তিনটি ছয় ও একটি চারের সাহায্যে। শাহরুখ খান অপরাজিত থাকেন ২৪ রানে। এদিন ম্যান অব দ্যা ম্যাচ হন ওডেন স্মিথ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here