নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আদালতের হস্তক্ষেপের গতবছর স্কুল ফি ছাড় দিতে বাধ্য হয় এর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কিন্তু এবছর তারা আবার উল্টো রাস্তায় হাঁটছে বলে অভিযোগ। লা মার্টিনিয়ার ফর বয়েজের বিরুদ্ধে অভিযোগ গতবছর স্কুল ফি ছাড়ের পর অভিভাবকদের যে পরিমাণ টাকা দিতে হয়েছিল এবছর তার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে।

গতবছর আদালতের হস্তক্ষেপের পর কিন্ডারগার্টেনে স্কুল ফি বাবদ বছরে ৯০ হাজারের জায়গায় দিতে হয়েছিল ৭৯,২০০ টাকা। কিন্তু এবারে সেটা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। ঠিক একই রকমভাবে ২০০০-২০২১ শিক্ষাবর্ষে ক্লাস টুয়েলভয়ের ছাত্র-ছাত্রীদের বাৎসরিক ৮৭ হাজারের পরিবর্তে দিত হয়েছিল ৬৯৬০০ টাকা। এখন সেটা ১ লক্ষ ৬ হাজার টাকা।
লা মার্টিনিয়ারের সম্পাদক সংবাদমাধ্যমকে জানান যে, তারা আবার পুরনো ফি স্ট্রাকচারে ফিরে গেছেন। স্কুল ফি এর এই বৃদ্ধিতে মাথায় হাত পড়েছে অভিভাবক অভিভাবিকাদের। তাদের বক্তব্য বর্তমান পরিস্থিতিতে ব্যবসার হাল খুব খারাপ, আয়ের পরিমাণও কমে গেছে। তাদের পক্ষে এই স্কুল ফি বহন করা সম্ভব নয়।
আরও পড়ুনঃ ভ্যাকসিন বা হাসপাতালে চিকিৎসার জন্য বাধ্যতামূলক নয় আধার কার্ড
আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই স্কুল ফি বৃদ্ধিকে সরাসরি আদালত অবমাননা বলে আখ্যায়িত করেছেন। তিনি জানান,”যতদিন না স্কুল ক্যাম্পাসে আবার ক্লাস হচ্ছে ততদিন পুরনো কম ফি নিতে হবে।” অন্যদিকে লা মার্টিনিয়ারের সম্পাদক জানান কর্মীদের সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন দিতে হচ্ছে। সেক্ষেত্রে ফি কমালে অসুবিধা হচ্ছে। এছাড়াও তিনি জানান এ বিষয়ে লা মার্টিনিয়ার সহ বেশ কিছু সংখ্যালঘু প্রতিষ্ঠান কলকাতা হাইকোর্টে আবেদন করেছে ও ব্যাপারটি আদালতের বিচারাধীন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584