নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা খাকুড়দাতে। জানা গেছে, মৃত ব্যক্তির নাম বিজয় সিং(৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, খাকুড়দার স্থানীয় এক ব্যক্তির বাড়িতে নির্মাণ কাজ চলাকালীন ভবনের ভিতের অংশ খোলার সময় হঠাৎ করে দেওয়ালের কিছুটা অংশ ভেঙ্গে পড়ে যায় নির্মাণ কাজে যুক্ত কর্মী বিজয় সিংয়ের উপর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলদা থানার পুলিশ।
আরও পড়ুনঃ ইঞ্জিনভ্যানকে বাঁচাতে গিয়ে গাছে ধাক্কা সরকারি বাসের
উত্তেজিত এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ে পুলিশ প্রশাসন, পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584