শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
রবিবার উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির চাকায় পিষ্ট হয় মৃত্যু হয়েছে ৪ কৃষকের এমনই অভিযোগ। তাছাড়াও মারা গিয়েছেন আরও ৪ জন। এই ঘটনা ঘিরে এখনো উত্তপ্ত সেখানকার পরিস্থিতি। পুলিশের বাধায় প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা কেউই পৌঁছতে পারেননি সেখানে। তাঁদের প্রথমে আটক করা হয় ও পরে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশি বাধা পেরিয়ে সেখানে পৌঁছেছেন তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল।
সোমবার রাতে লখিমপুর খেরিতে পৌঁছন তৃণমূল সাংসদরা। জানা গিয়েছে তাঁরা আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করেছেন গতকাল রাতেই। আজ তৃণমূলের তিন সাংসদ যেতে পারেন নিহত কৃষকদের বাড়ি। দোলা সেন, প্রতিমা মণ্ডল, আবীররঞ্জন বিশ্বাস, সুস্মিতা দেব ও কাকলী ঘোষ দস্তিদার এই ৫ তৃণমূল সাংসদ গিয়েছেন তৃণমূলের তরফে।
আরও পড়ুনঃ ডাক্তারি পড়তে নিট-এর বিরোধিতায় সমর্থন চেয়ে মমতাকে চিঠি স্ট্যালিনের
আজ, মঙ্গলবার দোলা সেন, সুস্মিতা দেব ও কাকলি ঘোষ দস্তিদাররা যাবেন নিহত কৃষকদের বাড়িতে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করে কৃষকদের সমর্থন জানিয়েছেন। এবার নিজের দলের প্রতিনিধিদের উত্তরপ্রদেশে পাঠিয়ে যোগী সরকারকেও কড়া বার্তা দিলেন মমতা এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584