লখিমপুর কান্ডে মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্রই, চার্জশিটে জানাল পুলিশ

0
50

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

উত্তর প্রদেশের লখিমপুর খেরি কাণ্ডে আদালতে পুলিশের জমা দেওয়া চার্জশিটে মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র এমনটাই বলা হয়েছে। গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের বিক্ষোভ চলাকালীন গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় চার কৃষকের। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ঐ এলাকা। তাতে মৃত্যু হয় আরো ৪ জনের।

Lakhimpur violence
আশিস মিশ্রর গাড়ির তলায় চাপা পড়ে বিক্ষোভরত চারজন কৃষক মারা যায় বলে অভিযোগ

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে উঠে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর নাম। পরে তাঁকে গ্রেপ্তারও করে পুলিশ।

আজ সেই মামলারই শুনানিতে আদালতে ৫ হাজার পাতার চার্জশিট জমা দেয় পুলিশ। এই চার্জশিটে আরো ১৪ জনকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি মূল অভিযুক্ত হিসেবে বিজেপির অস্বস্তি বাড়িয়ে উঠে এসেছে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রর নাম। চার্জশিটে উল্লেখ করা সাক্ষীর সংখ্যা ২০৮ জন। পুলিশের দাবি, ছেলে আশিস ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অজয় মিশ্রের শ্যালক বীরেন্দ্র শুক্লাও এই ঘটনায় জড়িত। এমনকি বীরেন্দ্রর গাড়িটিও ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করেছিল পুলিশ।

আরও পড়ুনঃ ওসিকে হুমকি! আদালতে আত্মসমর্পণ করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির

উল্লেখ্য, এই ঘটনায় SIT বা বিশেষ তদন্তকারী দল যে রিপোর্ট দেয় তাতেও লখিমপুরে কৃষক মৃত্যুর মর্মান্তিক ঘটনা পূর্বপরিকল্পিত ছিল বলেই জানানো হয়। আদালতে SIT র তরফে আবেদন করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ‘খুনের চেষ্টা’র ধারা যুক্ত করার অনুমতি দেওয়ার জন্য। সে অনুমতিও দেয় আদালত। ফলে অভিযুক্তদের বিরুদ্ধে ওই ধারাও যুক্ত হয়। এবারের চার্জশিটেও খুব একটা পরিবর্তন করা হয়নি। আশিস মিশ্র কেই মূল অভিযুক্ত বলে জানিয়েছে বিশেষ তদন্তকারীদল।

আরও পড়ুনঃ ICWA, IMA সহ মোট ৩টি টুইটার হ্যান্ডল হ্যাকের পরে এলন মাস্কের নামে নাম রাখলো হ্যাকাররা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here