লখিমপুর কান্ডে গ্রেপ্তার মন্ত্রীপুত্র আশিস মিশ্র, ৩ দিন থাকতে হবে পুলিশ হেফাজতে

0
59

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

১২ ঘন্টা জেরার পর লখিমপুর কান্ডে উত্তরপ্রদেশ পুলিশ অবশেষে গ্রেপ্তার করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৪ কৃষককে গাড়িতে পিষে মেরে ফেলার। যদিও মন্ত্রীর দাবি গাড়িটি তাঁর ছেলে চালাচ্ছিলেন না। অন্যদিকে, সংযুক্ত কিষাণ মোর্চা রবিবারেই বলে রেখেছিল, সোমবারের মধ্যে আশিস গ্রেফতার না হলে লখিমপুর কাণ্ডকে সামনে রেখে রাজ্যজুড়ে প্রতিবাদ হবে।

Ashis Mishra
গ্রেপ্তার আশিস মিশ্র, ছবিঃ এনডিটিভি

১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত তাঁর পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত তবে আদালতের তরফের শর্ত দেওয়া হয়েছে, কোনও ভাবেই আশিস মিশ্রকে জেলার নামে হেনস্থা করা যাবে না। জিজ্ঞাসাবাদের সময় আশিস মিশ্রর আইনজীবী উপস্থিত থাকবেন।

পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, ১২ ঘণ্টা জেরা করেও কোনও উত্তর পাওয়া যায়নি আশিসের থেকে। অন্যদিকে আশিসের আইনজীবীর দাবি, সিট-এর করা ৪০টি প্রশ্নের উত্তর দিয়েছেন আশিস। লখিমপুরের কৃষক মৃত্যুর পর থেকে যোগী সরকার কিছুটা হলেও বিপাকে পড়েছে।

আরও পড়ুনঃ মাদক কাণ্ডে জামিন পেলেন না শাহরুখ-পুত্র আরিয়ান, বুধবার ফের শুনানি

লখিমপুর নিয়ে প্রতিবাদের সুর ক্রমশ চড়িয়েছেন বিরোধীরা। এমনকি, সুপ্রিম কোর্টের তীব্র সমালোচনার মুখে পড়েছে যোগী সরকার। এরই মাঝে লখিমপুরকে সামনে রেখেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের বিজেপি বিরোধী ঐক্য বাড়িয়ে নিতে চাইছে বিরোধী দলগুলি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here