প্রথম করোনার টিকা পাবেন পুলিশকর্মীরা, তালিকা তৈরি করছে লালবাজার

0
75

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

kolkata lalbazar | newsfront.co
ফাইল চিত্র

আর কয়েক মাস পরেই ভোটের মিটিং মিছিল থেকে আরম্ভ করে পোলিং বুথে ভোট দানের সময় ঝামেলা নিয়ন্ত্রণ সমস্ত কিছু সামলাতে হবে পুলিশকর্মী দের। সেই কারণে করোনার টিকা যাতে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে পুলিশকর্মীরা প্রথম পান, তার জন্য নবান্নের নির্দেশে এবার তালিকা প্রস্তুত করতে শুরু করল লালবাজার।

ইতিমধ্যে কলকাতা পুলিশ বাহিনীতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩৮২ জন, এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন ২৮ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। এই পরিস্থিতিতে আগামী দিনে যাতে পুলিশকর্মীরা নির্দ্বিধায় ভোটের ডিউটি করতে পারেন তার জন্য তাদের প্রথম টিকাকরণের প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ।

আরও পড়ুনঃ অমিত শাহের সঙ্গে দেখা করার জল্পনা ওড়ালেন সৌরভ

লালবাজার সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই পুলিশকর্মীদের একটি তালিকা চেয়ে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাদের নাম-ঠিকানা, জন্মের তারিখ এবং তারা কোন থানা বা শাখায় কর্মরত সেটাও জানতে চাওয়া হয়েছে। চলতি সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ওই বিবরণ লেখার জন্য একটি নির্দিষ্ট ফর্ম পাঠানো হয়েছে নবান্নে, যা নবান্নের তরফে পাঠিয়ে দেওয়া হচ্ছে লালবাজারে। আর এবার লালবাজার থেকে সেই ফর্ম পাঠিয়ে দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের থানা বা সংশ্লিষ্ট শাখা গুলিতে।

সূত্রের খবর, শুধু ফর্ম নয়, তার সঙ্গে একটি ২০০ পাতার নির্দেশিকা পাঠানো হয়েছে। দেওয়ার আগে কি করতে হবে, কিভাবে টিকা নিতে হবে এবং টিকা নেওয়ার পর কিভাবে সতর্ক থাকতে হবে তার বিস্তারিত নির্দেশিকা রয়েছে। ইতিমধ্যে লালবাজারের সমস্ত ট্রাফিক গার্ড, ব্যাটালিয়ন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ স্পেশাল ব্রাঞ্চ সহ সমস্ত জায়গায় এই ফর্ম পাঠিয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পূরণ করে পাঠাতে বলা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here