মোহনা বিশ্বাস, কলকাতাঃ
আইএএস, সিবিআই, ইডি, আইপিএস-এর পর ভুয়ো এসআই। প্রতারণাকাণ্ডে পুলিশের জালে আরও একজন। নিজেকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক পরিচয় দিত এক প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার। এই পরিচয়েই এক ঠিকাদারের কাছ থেকে ৪৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই সুমন ভৌমিক নামে ওই যুবককে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ।

চলতি মাসের শুরুর দিকে সুমনের বিরুদ্ধে এই অভিযোগ আসে। রাজদেও সিং নামে এক ঠিকাদার চারুমার্কেট থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে লালবাজারের গোয়েন্দা শাখা।
আরও পড়ুনঃ লালবাজারের গোয়েন্দাদের জালে এবার ভুয়ো আইপিএস
তিনি জানান, প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সুমন নিজেকে কখনও বিধাননগর কমিশনারেটের টেন্ডার বিভাগের এসআই পরিচয় দিত। আবার কখনও বিধাননগর কমিশনারেটের অ্যাডিশনাল ডিসি বলে পরিচয় দিত। ওই পরিচয় দিয়েই টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে তাঁর থেকে সুমন ৪৮ লক্ষ টাকা প্রতারণা করে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ ‘রাজ্যে আরও করোনা টিকা লাগবে’, প্রধানমন্ত্রীকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
সেই অভিযোগের ভিত্তিতেই সুমনকে গ্রেফতার করে সুমন ভৌমিক নামে ওই যুবককে। ধৃতের কাছ থেকে দুটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন, ব্যাঙ্ক লেনদেনের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584