পামেলা কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিংকে তলব করল লালবাজার

0
77

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

rakesh singh | newsfront.co
কোলাজ চিত্র

পামেলা কাণ্ডে নয়া মোড়। বিজেপি নেতা রাকেশ সিংয়ের খোঁজে তার বাড়িতে হানা দিল লালবাজার। পুলিশ জানতে পারলো, অনেক আগে থাকতেই ব্যক্তিগত ঝামেলা ছিল বিজেপি নেতা রাকেশ সিং আর বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর মধ্যে। কোকেন কাণ্ডে ধৃত নেত্রী সংবাদমাধ্যমের সামনে রাকেশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন। কিন্তু কেন পামেলা চক্রান্তের অভিযোগ তুললেন রাকেশের বিরুদ্ধে, তা নিয়ে তদন্ত করতে গিয়ে চ্যাঞ্চল্যকর তথ্য হাতে এল কলকাতা পুলিশের গোয়েন্দাদের হাতে। আজ দুপুরে রাকেশের বাড়িতেও কলকাতা পুলিশ রাকেশ সিংকে খুঁজতে যায় বলে জানা গেছে।

সব কিছু খতিয়ে দেখতে মঙ্গলবার বিকাল চারটেয় রাকেশ সিং কে ডেকেছে লালবাজার । কিন্তু জানা যাচ্ছে, মঙ্গলবার লালবাজারে গোয়েন্দাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন না বিজেপি নেতা রাকেশ সিং। পুলিশ জানতে পেরেছে, পামেলার সঙ্গে ব্যক্তিগত অশান্তি ছিল রাকেশ সিংয়ের। বিজেপি নেত্রীর দাবি, কিছুদিন আগে নির্বাচনে টিকিট দেওয়ার নাম করে রাকেশ ঘনিষ্ট এক যুবক পামেলার সঙ্গে যোগাযোগ করেন। পামেলা তাঁকে একাধিক বিজেপির নেতার কাছে নিয়ে যান।

আরও পড়ুনঃ মাদক কাণ্ডে ধৃত বিজেপি যুব নেত্রীর শপিং মলে তল্লাশি পুলিশের

১৯ ফেব্রুয়ারি নিউ আলিপুরে পামেলার গাড়িতে ছিলেন ওই রাকেশ ঘনিষ্ঠ যুবক। ধৃত বিজেপি নেত্রীর অভিযোগ, ওই যুবকই তাঁর গাড়িতে কোকেন রেখেছিলেন। রাকেশ সিংয়ের চক্রান্তেই এই কাজ করেন তিনি। যদিও বিজেপি নেতা রাকেশের সঙ্গে ঠিক কী নিয়ে অশান্তি তা নিয়ে মুখ খোলেননি পামেলা। এদিকে লালবাজারে হাজিরা প্রসঙ্গে রাকেশ সিং জানিয়েছেন, বর্তমানে দিল্লিতে রয়েছেন তিনি। সেই কারণে মঙ্গলবার তাঁর দুই আইনজীবী লালবাজার যাবেন। কলকাতা ফিরে তিনি হাজিরা দিতেই পারেন কিন্তু সেক্ষেত্রে তিনি নিজের নিরাপত্তারক্ষী রাখবেন।

আরও পড়ুনঃ রাকেশ সিংয়ের উপর দোষ চাপালেন মাদক কাণ্ডে ধৃত বিজেপি নেত্রী

উল্লেখ্য, গত ১৯ তারিখ নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউ থেকে প্রায় ১০০ গ্রাম কোকেন-সহ গ্রেফতার হন বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামী। তিনি হুগলির যুব মোর্চার পর্যবেক্ষক পদে ছিলেন। পামেলা মাদক পাচারের সঙ্গে জড়িত, পুলিশের কাছে এই তথ্য ছিলই। তার ভিত্তিতে নজরদারি চালিয়ে শুক্রবার পামেলাকে গ্রেফতার করে পুলিশ। পরেরদিন তাঁকে আলিপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে যুব নেত্রী বিস্ফোরক অভিযোগ করেন। বলেন, ‘এটা কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিংয়ের চক্রান্ত। আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। ওঁকে গ্রেফতার করা হোক।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here