নিজস্ব প্রতিবেদন্, নিউজ ফ্রন্টঃ
ডোরান্ডা ট্রেজারি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-কে ৫ বছর কারাদন্ডের সাজা শোনালো সিবিআইয়ের বিশেষ আদালত। পাশাপাশি ৬০ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে তাঁকে। পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম মামলা এটি। এই মামলায় গত সপ্তাহে লালু প্রসাদকে দোষী সাব্যস্ত করে বিশেষ আদালত।
এর আগে পশুখাদ্য কেলেঙ্কারির মোট চারটি মামলায় দোষী সাব্যস্ত হন লালুপ্রসাদ যাদব। পশুখাদ্য কেলেঙ্কারির শেষ মামলা ডোরান্ডা ট্রেজারি মামলাতেও দোষী সাব্যস্ত হন তিনি। এই মামলাটিতে মোট ১৩৯.৩৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এই মামলার শেষ শুনানি হয় ২৯ জানুয়ারি। এরপর রায়দান সংরক্ষিত রেখেছিল আদালত। গত মঙ্গলবার মামলার রায় দেয় আদালত, দোষী সাব্যস্ত হন লালু প্রসাদ। এদিন সাজা ঘোষণা করল সিবিআই-এর বিশেষ আদালত।
আরও পড়ুনঃ ভারতীয় নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তি জারি ভারতীয় দূতাবাসের
তবে সিবিআই আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হচ্ছেন লালু প্রসাদের আইনজীবীরা। তাঁদের বক্তব্য ইতিমধ্যে অর্ধেক সাজা সম্পূর্ণ করেছেন লালু। গত বছর এপ্রিল মাস থেকে অসুস্থতার কারণে জামিনে মুক্ত ছিলেন লালু। পঞ্চম পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় তাঁকে ফের কারাবাস করতে হয় কিনা এখন সেই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুনঃ আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগে এটাওয়াতে অখিলেশের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা কমিশনের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584