৪৮ ঘণ্টাতেই জমি-বাড়ির ই-রেজিস্ট্রি, আয় বাড়াতে নয়া নীতি নবান্নের

0
243

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সরকারি মধ্যস্থতা পেরিয়ে যাতে মানুষ নিজের কাজ নিজে করতে পারেন এবং একই সাথে যাতে সরকারের দ্রুত রোজগারের পথ বাড়ে, তার জন্য ধীরে ধীরে সমস্ত রকম সরকারি কাজকর্ম ডিজিটাইজেশন পথে এগোতে শুরু করেছে রাজ্য প্রশাসন। তার মধ্যেই এবার জমি-বাড়ি রেজিস্ট্রেশন নিয়ে বড়োসড়ো সিদ্ধান্ত নিল নবান্ন।

Nabanna | newsfront.co
ফাইল চিত্র

সূত্রের খবর, জমি-বাড়ির ই-রেজিস্ট্রেশনের আবেদন জমা পড়ার ৪৮ ঘন্টার মধ্যে পুরো বিষয়টি খতিয়ে দেখে আবেদন মঞ্জুর বা বাতিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে একদিকে মানুষের কাজ দ্রুত হওয়ার পাশাপাশি রেজিস্ট্রি খাতে দ্রুত আয় বাড়বে বলে আশা আধিকারিকদের।

প্রসঙ্গত, মধ্যবর্তী দালাল চক্র হঠিয়ে বিভিন্ন সরকারি কাজকর্ম যাতে সাধারণ মানুষ সহজে করতে পারেন, তার জন্য বিভিন্ন বিষয় সরলীকরণের ওপর জোর দিয়েছে রাজ্য সরকার। অনলাইনে জমি-বাড়ির দলিলের ই-রেজিস্ট্রেশন বা ই-নথিকরণও সেই প্রক্রিয়ারই একটা অংশ। কোভিড পরিস্থিতিতে মানুষ নিরাপদে বাড়িতে বসেই সারতে পারছেন রেজিস্ট্রেশনের কাজ। ফলে রেজিস্ট্রি অফিসের কর্মী-অফিসাররাও নিরাপদ বোধ করছেন এবং লোকের অতিরিক্ত ভিড় সামলাতে না হওয়ার ফলে দ্রুততার সঙ্গে কাজ করতে পারছেন।

আরও পড়ুনঃ আলিপুর সেন্ট্রাল জেলে সেফ হোম করার চিন্তা রাজ্য প্রশাসনের

সূত্রের খবর, একটি জরুরী নির্দেশিকা জারি করে কলকাতায় রেজিস্ট্রার অফ অ্যাসুরেন্স (আরএ) এবং সমস্ত জেলা রেজিস্ট্রারকে বলা হয়েছে, যাবতীয় ই-ডিড জমা পড়ার ৪৮ ঘণ্টার মধ্যেই যেন সেগুলির নিষ্পত্তি হয়। যদি কোনও ই-ডিড যাবতীয় নিয়মবিধি মেনে, উপযুক্ত ফি-সহ কেউ পেশ করেন, তা হলে ওই সময়সীমার মধ্যেই তা গ্রাহ্য হবে। নথিতে কোনও সমস্যা থাকলে তা ফেলে না রেখে ৪৮ ঘণ্টার মধ্যেই বাতিল করতে হবে। কিন্তু কোনভাবেই কাজ ফেলে রাখলে চলবে না।

আরও পড়ুনঃ সোমবার থেকে দু’দিনের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর

আর এই সিদ্ধান্তের ফলে ইতিমধ্যেই ধীরে ধীরে রোজগার বাড়তে শুরু করেছে রেজিস্ট্রি দফতরের। নবান্ন সূত্রে খবর, জুলাই পর্যন্ত রেজিস্ট্রি খাতে আয় হয়েছে প্রায় ৭৫০ কোটি টাকা, যদিও গত আর্থিক বছরে এই খাতে রাজ্যের আয় ছিল মোট ৫৮০০ কোটি টাকা। কিন্তু এ বছর লকডাউনের জন্য থমকে গেলেও সরকারি সিদ্ধান্ত বদলে ফের ধীরে ধীরে রোজগারের পথ খুলতে শুরু করায় মুখে হাসি ফুটেছে ওই দফতরের কর্তাদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here