নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
লিজের মেয়াদ শেষ। ৯০ বছর পূর্ণ হওয়ার পর এবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে জমি ফেরত দিতে বললেন রাজা মহেন্দ্র প্রতাপের বংশধর। তাঁর পূর্বসূরী ৯০ বছরের লিজে এই জমি দিয়েছিলেন বলে তিনি জানিয়েছেন। এই বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাইস চ্যান্সেলর তারিখ মনসুরকে দায়িত্ব দিয়েছে এএমইউ এক্সিটিউটিভ কাউন্সিল।
রাজা মহেন্দ্র প্রতাপ সিং নিজেও ছিলেন এই কলেজের ছাত্র। এই কলেজ পরে নাম বদলে হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। রাজা মহেন্দ্র প্রতাপের বাবা ছিলেন এএমইউ প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খানের বিশেষ ঘনিষ্ঠ। বিশ্ববিদ্যালয়ে বোর্ডিং হস্টেলে ঘর বানানোর টাকা দিয়েছিলেন তিনি।
এখনও সেই ঘর আছে স্যার সৈয়দ হস্টেলে। সেই কারণেই এই বিষয়টির সমাধান মিলবে এবং এ নিয়ে খুব বেশি বিতর্ক বাড়বে না বলেই আশাবাদী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ সংসদ চত্বর সাজানোর দায়িত্ব পেতে পারে টাটা প্রোজেক্টস
রাজা মহেন্দ্র প্রতাপের প্রপৌত্র চরৎ প্রতাপ সিং জানিয়েছেন যে, ১৯২৯ সালে বছরে দুই টাকা হিসাবে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে এই জমি লিজ দেওয়া হয়েছিল। সেই লিজ শেষ হয়েছে ২০১৯ সালে। এবার তিনি বিকল্প দিয়েছেন যে এএমইউ সিটি স্কুলের নাম রাজা মহেন্দ্র প্রতাপের নামে করা হোক ও তিকোনিয়া পার্কের জমি ফেরত দেওয়া হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584