ঝাড়গ্রামে ল্যান্ডমাইন উদ্ধার সিআরপিএফের

0
53

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

ল্যান্ডমাইন উদ্ধার করল সিআরপিএফের ১৬৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা।গতরাতে টহল দেওয়ার সময় ঝাড়গ্রামের বেলপাহাড়ির নেগুরিয়ায় রাস্তা থেকে সেটি উদ্ধার করা হয়। আজ সকালে মাইনটি নিষ্ক্রিয় করেন জওয়ানরা।গত রাতে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে পুরুলিয়া যাওয়ার রাস্তায় টহল দিচ্ছিলেন জওয়ানরা। সেই সময় হঠাৎই রাস্তার উপর তার পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপরই ল্যান্ডমাইনটি তাঁদের নজরে পড়ে। দেখেন রাস্তা খুঁড়ে একটি বিয়ারের বোতল পোঁতা রয়েছে।তার তলায় চলে গেছে তারটি।সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলেন তাঁরা।খবর দেওয়া হয় বাঁশপাহাড়ি ফাঁড়িতে। আজ সকালে মাইনটি নিষ্ক্রিয় করা হয়।জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মাইনটি সক্রিয় ছিল। সেটিকে এমনভাবে রাস্তায় পোঁতা হয়েছিল যে বোতলটি কেউ সরাতে গেলেই বিস্ফোরণ হত। এমনকী,বড় কোনও ট্রাক ওই রাস্তা দিয়ে গেলে বিস্ফোরণ হতে পারত।

আরো পড়ুনঃ কোয়াটার থেকে উদ্ধার পুলিশ অফিসারের ঝুলন্ত দেহ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here