মনিরুল হক, কোচবিহারঃ
শুল্ক ফাঁকি দেওয়া বিভিন্ন গাড়ির বিরুদ্ধে এবার বিশেষ অভিযানে নামল পুন্ডিবাড়ি ভূমি রাজস্ব দফতর । তারা তাদের এই অভিযানে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বালি পাথরের যে অবৈধ ব্যবসা চলছিল তার পর্দা ফাঁস করে।
জানা গেছে, বিগত বেশ কিছুদিন ধরে এই এলাকায় বালি পাথরের অবৈধ ব্যবসাটি চলছিল। আজ পুন্ডিবাড়ি ভূমি রাজস্ব দফতরের আধিকারিকেরা এই ঘটনার আভাস পেয়ে বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অভিযানে নামে। তাদের এই অভিযানে নেতৃত্ব দেন রেভিনিউ অফিসার বাসুদেব বিশ্বাস, রাজস্ব দফতরের কর্মী সুজয় ইশোর, বরুণ চক্রবর্তী এবং দেবব্রত বিশ্বাস।
এই অভিযানে তারা ৩টি ট্রাক্টর ট্রলি সহ ৪টি গাড়িকে আটক করে, যার মধ্যে একটি লরিও রয়েছে। ঘটনায় অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত খাদান ছাড়াও অন্যান্য জায়গা থেকে বেআইনিভাবে তুলে নেওয়া হচ্ছিল মাটি, বালি, পাথর।
আরও পড়ুনঃ নকশালবাড়িতে ট্রাক-ছোট গাড়ির সংঘর্ষ, মৃত ১
এবিষয়ে পুন্ডিবাড়ি ভূমি রাজস্ব দফতরের রেভিনিউ অফিসার বাসুদেব বিশ্বাস বলেন, ‘আমরা লাগাতার অভিযুক্তদের বিরুদ্ধে অভিযানে নেমেছি। এদিনের অভিযানে মোট ৪টি গাড়ি আটক করা হয়েছে। এরা মূলত সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সরকার নির্ধারিত খাদান ছাড়াই বালি পাথর তুলে অবৈধভাবে বিক্রি করছিল। আটক করা গাড়িগুলো থেকে সরকার নির্ধারিত শুল্ক আদায় করার পর তাদের ছেড়ে দেওয়া হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584