শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বাড়ির বাথরুম নিয়ে বচসার জেরে বৃদ্ধ ভাড়াটেকে দোতলার বারান্দা থেকে ছুঁড়ে ফেলল বাড়িওয়ালা।জোড়াবাগান থানা এলাকার এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ষাটোর্ধ্ব প্রৌঢ় ওই ভাড়াটিয়া কমলেশ মান্নাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, তাঁর একটি পা ভেঙেছে এবং কোমরেও ভালমত চোট লেগেছে। ঘটনাটির পর থেকেই পলাতক বাড়িওয়ালা এবং তাঁর পরিবার।
জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই ওই বৃদ্ধ তাঁর স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে থাকেন। একটি স্বেচ্ছাসেবী সংগঠন চাকরি করেন কমলেশ মান্না নামে ওই বৃদ্ধ। অভিযোগ, সম্প্রতি লকডাউনের মধ্যেই বাড়িতে থাকা নিয়ে বাড়িওয়ালা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। যদিও এই নিয়ে তারা খুব বেশি প্রতিবাদ করেননি।
আরও পড়ুনঃ ফের গুজব ছড়িয়ে নিউটাউনে গ্রেফতার যুবক
আহত কমলেশবাবুর স্ত্রী জানিয়েছেন, বুধবার রাতে বাথরুমের মধ্যে হাত ধোওয়া নিয়ে প্রৌঢ়ের সঙ্গে তর্কাতর্কি শুরু করে ওই বাড়িওয়ালা ও তার স্ত্রীর। দোতলার বাথরুমে হাত ধুলে জল নিচে পড়ছে, এই নিয়ে তর্কাতর্কি শুরু হয়। তারপর আচমকাই তাঁকে দোতলা থেকে ধাক্কা মেরে ফেলে দেয় বাড়িওয়ালা। তারপরেই সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার পর বৃদ্ধের স্ত্রী এলাকাবাসীদের সাহায্যের জন্য ডাকতে থাকেন। আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। প্রৌঢ়ের অবস্থা আপাতত স্থিতিশীল। ইতিমধ্যে বাড়িওয়ালার বিরুদ্ধে জোড়াবাগান থানায় অভিযোগ জানানো হয়েছে। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে পাশাপাশি পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584