ইঁট ভাটায় ধ্বস,মালিক সহ নিহত ৪

0
1670

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

Landslide at brickfield dead four
নিজস্ব চিত্র

ইসলামপুর থানা এলাকার নলবাটি গ্রামের গোয়াস মৌ ব্রিকফিল্ড নামক ইঁটভাটাতে ক্যানেল মেরামতের কাজ চলাকালীন ইঁট চাপা পড়ে মালিকসহ নিহত চার শ্রমিক।আহত বেশ কয়েকজন।

 

Landslide at brickfield dead four
উদ্ধার হওয়া মৃতদেহ।নিজস্ব চিত্র

মৃতদের নাম পারলা বিবি (৪২), বজলুর রহমান (৪৫), জামিউল ইসলাম (২৭) এবং ইটভাঁটা মালিক তালিম সেখ (৬৫)।

Landslide at brickfield dead four
উদ্ধার হওয়া মৃতদেহ।নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটতে দেখে ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের মানুষ তারাই ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিয়ে যান ইসলামপুর গ্রামীণ হাসপাতাল এবং সেখানে আহতদের শারীরিক অবস্থার অবনতি ঘটতে দেখে চিকিৎসক তাদের স্থানান্তরিত করেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল।

Landslide at brickfield dead four
জাহাঙ্গীর সেখ,মৃত বজলুরের দাদা।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বাগডোগরায় ন্যানো-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে মৃত ২

Landslide at brickfield dead four
উদ্ধার কার্য।নিজস্ব চিত্র

মৃতদের উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here