মায়ানমারের খনিতে ধস, মৃত কমপক্ষে ১৬২ শ্রমিক

0
59

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

landslide | newsfront.co
সংবাদ চিত্র

ভয়াবহ ধস নামলো মায়ানমারের জেড খনিতে। সেদেশের দমকল বিভাগ সূত্রে খবর, এই ধসে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬২ জন শ্রমিকের। বৃহস্পতিবার সকালে একটি ফেসবুকে পোস্টে দমকলের তরফে জানানো হয়েছে, উত্তর মায়ানমারের কাছিন রাজ্যের জেড-সমৃদ্ধ পাক্তান এলাকার খনিতে অলঙ্কারে ব্যবহৃত পাথর সংগ্রহ করছিলেন খনি শ্রমিকরা।

তুমুল বৃষ্টির জেরে ‘কাদার স্রোত’-এ চাপা পড়ে মৃত্যু হয়েছে তাঁদের। সাধারণত জেড হল একধরনের সবুজ পাথর, যা অলঙ্কারে ব্যবহৃত হয়। সেই অলঙ্কারের চাহিদাও অনেক। পরে সন্ধ্যার দিকে দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, মায়ানমারের ধসে যাওয়া জেড খনি থেকে ১৬২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ধস নামায় আহত হয়েছেন ৫৪ জন।

আরও পড়ুনঃ ইরানের মেডিক্যাল ক্লিনিকে গ্যাস বিস্ফোরণে নিহত ১৯

গুরুতর জখম হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ হয়েছেন অনেকেই। তবে ঠিক কতজন নিখোঁজ হয়েছেন তা এখনও জানা যায়নি। তারইমধ্যে অন্ধকার নেমে আসায় সন্ধ্যা থেকে উদ্ধারকাজ বন্ধ রয়েছে। দমকলের পাশাপাশি সেনা, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং সরকারের অন্যান্য সংস্থাগুলিও উদ্ধারকাজে যুক্ত আছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here