নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউন চলাকালীন বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য খোলা হয়েছে লঙ্গরখানা। এখানে শ্রমিকদের সঙ্গে খাবার খাচ্ছেন পরিবারের লোকজন। চোপড়া ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তে এ মাসের মাঝামাঝি থেকে শুরু হয়েছে এই লঙ্গরখানা। গোয়ালগছ, মিরচাগছ ও লাফাগছ, এই তিন গ্রামের সকলকেই খাদ্য সরবরাহ করা হচ্ছে লঙ্গরখানা থেকে।
সোমবার ছিল খাওয়া-দাওয়ার বিশেষ ব্যবস্থা। শ্রমিকরা সামাজিক দূরত্ব মেনেই একত্রিত হয়েছিল সেখানে।দাসপাড়া নবদিশা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন কম্পানি থেকে ইতিমধ্যেই চা বাগানের কাজ বন্ধ হয়ে গেছে বা ছোট বাগানের মালিকপক্ষ বন্ধ করে দিয়েছে।
আরও পড়ুনঃ করোনা প্রতিরোধে কাজ করা কর্মীদের সম্মান জ্ঞাপন উত্তর দিনাজপুর পুলিশের
একমাত্র জীবিকা হারিয়ে শ্রমিকরা এখন দিশেহারা। তেমনভাবে সরকারিভাবে কোনো খাদ্যদ্রব্য তারা পাচ্ছেন না বলেও অভিযোগ। এই শ্রমিকদের জন্য শুরু হয়েছে এই লঙ্গরখানা। যতদিন লকডাউন চলবে এই লঙ্গরখানার মাধ্যমেই শ্রমিকদেরকে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার শ্রমিকদের মধ্যে খিচুড়ি বিলি করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584