শ্যামল রায় ,কালনাঃ
একটি লরি অন্য একটি লরিকে টেক্কা দিতে গিয়ে একটি অটোকে ধাক্কা মারলে বেশ কয়েকজন গুরুতর আহত হন।পূর্বস্থলীর কালেখাঁতলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রোডে বৃহস্পতিবার সকালের এই দুর্ঘটনায় আহতদের কালনা ও প্রতাপ নগর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায় যে,পাটুলির দিক থেকে পূর্বস্থলী স্টেশনের দিকে একটি যাত্রীবোঝাই অটো বৃহস্পতিবার সকালে যাচ্ছিল।ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি লরি হঠাৎই তীব্র গতিতে ওই অটোটিকে ধাক্কা মারলে অটোটি উল্টে যায়।এই ঘটনায় ৭-৮ জন যাত্রী আহত হোন।রীনা দাস,মাধব দাস এর মতো যাত্রীরা বলেন,‘ঘাতক লরিটি অন্য একটি লরিকে টেক্কা দিচ্ছিল।আর এই কারণেই দুর্ঘটনাটি ঘটে।খুব বড়ো ধরনের ঘটনাই ঘটে যেতে পারতো।জীবনহানির ঘটনাও ঘটতে পারতো।’ এই ঘটনায় ৫ জনকে কালনা মহকুমা হাসপাতালে ও ৩ জনকে প্রতাপনগর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ দুর্ঘটনা কেড়ে নিল চিকিৎসকের প্রাণ
গতকালের টোটো উল্টে গিয়ে মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের অটোর সংঘর্ষের ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে এলাকায়। একদিকে বেহাল রাস্তা অন্যদিকে ট্রাফিক আইন মেনে চলে না যানবাহন চালকরা এই প্রশ্নটি ঘিরে তীব্র ক্ষোভ জমছে যাত্রী সাধারণের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584