মালিঙ্গাকে তারা মিস করবে বলছেন রোহিত

0
39

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

ব্যক্তিগত কারণ দেখিয়ে এবারের আইপিএল থেকে সরে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা পেসার লসিথ মালিঙ্গা। মুম্বই দলের চার বার আইপিএল জয়ে বড় ভূমিকা ছিল এই তারকা পেসারের। তাই তাঁকে এবার মিস করবে জানান মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা।

Rohit and Malinga | newsfront.co

তাঁর কথায়, আমি মনে করি, ‘মালিঙ্গার জুতোয় পা-গলানো কারোর পক্ষে সহজ হবে না, ও একটা দৃষ্টান্ত। প্রথম আইপিএল থেকে মুম্বই দলের সঙ্গে রয়েছে। এবার হয়তো নেই কিন্তু ওর অবদান দল কখনও ভুলতে পারবে না। যখনই আমরা সমস্যায় পড়েছি মালিঙ্গা সেখান থেকে আমাদের উতরে দিয়েছেন।

আরও পড়ুনঃ এবার আইপিএলে থাকছে সর্বোচ্চ স্ট্রাইক রেটের পুরস্কারও

মালিঙ্গার অভিজ্ঞতা আমরা মিস করব৷ ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অতীতে যা পারপরম্যান্স করেছে, তা অবিশ্বাস্য। ওকে গোটা দল মিস করবে।’ প্রসঙ্গত ১৭০ উইকেট নিয়েছেন আইপিএলে তিনি, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here