সব রকমের ক্রিকেট থেকে অবসর নিলেন লাসিথ মালিঙ্গা

0
62

মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ

সব রকমের ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীলঙ্কার ফাস্টবোলার লাসিথ মালিঙ্গা। আগেই টেস্ট এবং ওয়ানডে থেকে বিদায় নিয়েছিলেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি। এবার সব রকমের ক্রিকেটকেই আলবিদা জানালেন তিনি। মঙ্গলবার টুইটারে অবসরের সিদ্ধান্তের কথা নিজেই ঘোষণা করেছেন শ্রীলঙ্কার এই ফাস্টবোলার।

Lasith Malinga
লাসিথ মালিঙ্গা। সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

বিদায়বেলায় তিনি টুইটে লিখেছেন, ‘বিগত ১৭ বছরে আমার যা অভিজ্ঞতা হয়েছে, তাতে করে আমি টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সঙ্গেই সব রকমের ক্রিকেট থেকে সরে এলাম। জুতো জোড়া তুলে রাখছি। আমার এই যাত্রাপথে যাঁদের পাশে পেয়েছি, সবাইকে ধন্যবাদ। তবে আমি তরুণ প্রজন্মের পাশে থাকব সবসময়। আমার অভিজ্ঞতা দিয়ে তরুণ প্রজন্মকে সাহায্য করার জন্য মুখিয়ে আছি আমি।’

চলতি বছর আইপিএল নিলামের আগেই মালিঙ্গা জানিয়ে দিয়েছিলেন যে, তিনি আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন না। এরপরই মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে রিলিজ করে দিয়েছিল। ২০১০ সালে টেস্ট ক্রিকেট ও ২০১৯ সালে শেষবার ওয়ানডে খেলেন মালিঙ্গা। গতবছর দেশের জার্সিতে শেষবার টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেন শ্রীলঙ্কার এই ফাস্টবোলার।

আরও পড়ুনঃ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরুর আগে পাকিস্তান ক্রিকেট দলে চমক

শ্রীলঙ্কার হয়ে ৩০টি টেস্টে ১০১টি উইকেট রয়েছে সর্বকালের অন্যতম সেরা এই ডেথ ওভার বোলারের। একদিনের ক্রিকেটে ২২৬টি ম্যাচে ৩৩৮টি উইকেট নিয়েছেন মালিঙ্গা। এছাড়াও, দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৮৪টি। উইকেট নিয়েছেন ১০৭টি। মালিঙ্গার অবসরের সঙ্গেই শেষ হয়ে গেল একটা অধ্যায়ের। তবে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সর্বকালের অন্যতম সেরা ফাস্টবোলার লাসিথ মালিঙ্গার নাম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here