উৎসবের মরশুমে যাত্রীচাপ বাড়ায় আগামী সোমবার থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টায়

0
66

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

সামনেই পুজো। আনন্দে মেতে উঠেছে শহর থেকে শহরতলী। একদিকে পুজোর বাজার তো অন্যদিকে অফিসের ভীড়। নিউ নর্মালে এই চাপ সামাল দিতে ধীরে ধীরে ছন্দে ফিরছে শহরের লাইফলাইন মেট্রো পরিষেবাও।

kolkata metro | newsfront.co
প্রতীকী চিত্র

ইতিমধ্যে বেড়েছে প্রতিদিনের মেট্রো সংখ্যা। শেষ মেট্রোর সময়ও একদফা বাড়ানো হয়েছিল। এবার যাত্রীদের কথা মাথায় রেখে ফের শেষ মেট্রোর সময় বাড়ানো হল। বুধবার কলকাতা মেট্রোর তরফে এমনটাই জানানো হয়েছে। এদিন কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ১৯ অক্টোবর অর্থাৎ আগামী সোমবার থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ন’টায়।

আরও পড়ুনঃ বিজ্ঞাপন বিতর্ক, গুজরাতে গয়না প্রস্তুতকারক সংস্থার শোরুমে হামলা হিন্দুত্ববাদী সমর্থকদের

সকাল আটটা থেকে রাত ন’টা পর্যন্ত চালু হবে মেট্রো পরিষেবা। গোটা দিনে ট্রেনের সংখ্যা বেড়ে হবে ১৫২। ব্যস্ত সময়ে আট মিনিট অন্তর মেট্রো চলবে। পুজোর কথা মাথায় রেখে সোমবার থেকে শনিবার পর্যন্ত এই বাড়তি পরিষেবা চালু করছে মেট্রো কর্তৃপক্ষ। আগামী সোমবার কবি সুভাষ এবং দমদম থেকে শেষ মেট্রো রাত ন’টায় ছাড়বে। দুই প্রান্তে তা রাত দশটায় এসে পৌঁছাবে। বর্তমানে শেষ মেট্রো ছাড়ছে রাত সাড়ে আটটায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here