আগামীকাল পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রী,চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

0
64

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

আগামীকাল পশ্চিম মেদিনীপুর জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই প্রশাসনিক স্তরে ব্যস্ততা তুঙ্গে। আগামীকাল সোমবার হেলিকপ্টার সহযোগে কেশিয়াড়িতে পৌঁছবেন মুখ্যমন্ত্রী।সেখানে প্রশাসনিক জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

ফাইল চিত্র

ঐ সভা থেকে বেশ কিছু নতুন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি।পাশাপাশি বিভিন্ন সহায়ক সামগ্রী প্রদান করার কথাও রয়েছে। এরপর কেশিয়াড়ি থেকে তিনি আসবেন মেদিনীপুর সার্কিট হাউসে।সেখানেই তিনি রাত্রিযাপন করবেন। পরদিন অর্থাৎ ৪ ডিসেম্বর মঙ্গলবার জেলাপরিষদের প্রদ্যোৎ স্মৃতি সদনে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। মুখ্যমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। জেলাপরিষদ প্রাঙ্গন ও সার্কিট হাউস সাজানো গোছানোর কাজ শুরু হয়ে গিয়েছে। জেলা প্রশাসনের প্রতিনিধিদল প্রতিদিনই জেলাপরিষদ প্রাঙ্গন পরিদর্শন করছেন।

ফাইল চিত্র

পুলিশ ও প্রশাসনের তরফ থেকে উচ্চ পদস্ত কর্তারা কেশিয়াড়ির সভাস্থলও পরিদর্শন করেছেন।খতিয়ে দেখছেন নিরাপত্তা ব্যবস্থা।দলীয় স্তরেও এখন ব্যস্ততা তুঙ্গে। কেশিয়াড়ির প্রশাসনিক সভায় মাঠ ভরিয়ে তুলতে গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে ব্যাপক তৎপরতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here