জৈদুল সেখ, বহরমপুর:
মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র-র উদ্যোগে মহেঞ্জদাড়ো আবিষ্কারের শততম বর্ষের বর্ষব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি পর্ব হয়ে গেল। গত ৫-ই ডিসেম্বর বহরমপুরে, রাখালদাস বন্দোপাধ্যায় মিউজিয়াম ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার ভূমিপুত্র রাখালদাস বন্দোপাধ্যায়ের আবক্ষ মূর্তির সামনে এই অনুষ্ঠানের শুরুতেই আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্প প্রদান করেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুজাতা বাগচী বন্দোপাধ্যায়।
মহেঞ্জদাড়ো আবিষ্কার ও আবিষ্কারের শততম বর্ষ উদযাপনের তাৎপর্য নিয়ে বিষদে বক্তব্য রাখেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. রাজর্ষি চক্রবর্তী। বর্ষব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি পর্ব নিয়ে এদিনের অনুষ্ঠানের আয়োজক, মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র-র সদস্য অরিন্দম রায় বলেন, মহেঞ্জদাড়ো আবিষ্কার পৃথিবীর বুকে এক গুরুত্বপূর্ণ ঘটনা হলেও তার শততম বর্ষ অনেকটা নীরবেই চলে গেল। আমরা সীমিত সাধ্যে এর বর্ষব্যাপী উদযাপনের অঙ্গ হিসেবে জেলায় শতাধিক স্কুল কলেজ ও একাধিক সরকারি দপ্তর সহ মোট ২০০ টি রাখালদাস বন্দোপাধ্যায়ের বাঁধানো ছবি তুলে দেওয়া ছাড়াও বছরভর এই নিয়ে নানা কর্মসূচী নিয়েছি। এই বিষয়ে আগামীদিনে ও চর্চা ও নানা আয়োজন জারি থাকবে বলে তিনি জানান। অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় সমবেত দেশাত্ববোধক গান।
আরও পড়ুনঃ ধ্বংসের মুখে নবাব সিরাজউদ্দৌলার ‘হীরাঝিল প্রাসাদ’, হীরাঝিল বাঁচাও কমিটির পদযাত্রা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584