নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
করোনা আতঙ্ক যত ছড়িয়ে পড়ছে, ততই সামনে আসছে নতুন নতুন সমস্যা। মৃতদেহ সৎকারকে কেন্দ্র করে সমস্যা আগেও সামনে এসেছে। এবার একই ঘটনার সাক্ষী রইল ঝাড়গ্রাম। এক করোনা রোগীর দেহ সৎকারকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল ঝাড়গ্রাম শহর। স্থানীয় বাসিন্দারা ওই রোগীর দেহ সৎকারে বাধা দেয়।
সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বিক্ষোভও। জানা গিয়েছে, গতকাল শনিবার গভীর রাতে ঝাড়গ্রামের কোভিড হাসপাতালে মৃত্যু হয় এক বৃদ্ধের (৮৮)। তিনি বিনপুরের বাসিন্দা। এরপর আজ রবিবার সকাল ৯ টা নাগাদ সমস্ত কোভিড নিয়ম মেনেই তাঁর দেহ সৎকারের জন্য শহরের নহড়খাল এলাকায় নিয়ে আসা হয়।
কিন্তু বাধ সাধে স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, শহরের মধ্যে কোভিড দেহ সৎকার করা যাবে না। যদি বা তা করা হয় তবে এলাকা স্যানিটাইজ করে দিতে হবে। এই নিয়ে শুরু হয় বিক্ষোভ। ডোমদের উদ্দেশ্য করে বিক্ষোভকারীরা ইট-পাথর ছোঁড়েন বলেও অভিযোগ।
আরও পড়ুনঃ মথুরাপুরে আমপান দুর্গতদের দ্বারা ঘেরাও প্রশাসনের প্রতিনিধি দল
এরপর ঘটনাস্থলে আসে পুলিস। ঘণ্টা ২ বিক্ষোভ চলার পর, আই সি পলাশ চট্টোপাধ্যায় ও এসডিপিও অনিন্দ্য সুন্দর ভট্টাচার্য্য বিক্ষোভকারীদের দাবি মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর পুলিসের উপস্থিতিতেই ওই সৎকারের কাজ শুরু হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584