শুভব্রত সরকার, স্পোর্টস ডেস্কঃ
ভারতে করোনা অতিমারীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২১ এ কিছু খেলোয়াড় করোনাও আক্রান্ত হওয়ায় ও তিনজন অস্ট্রেলিয়ান খেলোয়াড় নিজেদের প্রতিযোগিতা থেকে তুলে নেওয়া সহ বিভিন্ন কারণে আইপিএল অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। পরবর্তীতে পুনরায় ১৯ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেইমত সংযুক্ত আরব আমিরশাহীতে চলছে লীগের বাকি খেলা গুলি। এবারের আইপিএল সূচি অনুযায়ী শেষ দুটি ম্যাচ রয়েছে ৮ অক্টোবর। একই দিনে দুটি ম্যাচ থাকলে প্রথা অনুসারে একটি হয় দুপুরে ও অন্যটি সন্ধ্যায়। তবে এবারের বাকি অংশ হবে প্রথাবহির্ভুত ভাবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, লীগের শেষ ম্যাচ দুটি একই সময়ে হবে।
আরও পড়ুনঃ গোলে ফিরলেন মেসি
ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। একদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানস এবং অন্যদিকে খেলবে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস। ১০ অক্টোবর থেকে শুরু হবে নকআউট পর্ব ও ১৫ অক্টোবর হবে ফাইনাল। ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের জন্য দুটি নতুন দল ঘোষিত হবে ২৫ অক্টোবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584