নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

পূর্ণ রাষ্ট্রীয় মর্যদার সাথে হ্যামিল্টনগঞ্জ বাসরা ঘাটে রবিবার শেষকৃত্য সম্পন্ন হল শহীদ জওয়ান নায়েক রাজীব থাপার। বাসরা ঘাটে হাজার হাজার মানুষ এদিন জমায়েত হন। শ্রদ্ধাঞ্জলি দেন সেনাবাহিনীর উচ্চ আধিকারিক গণ, আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, আলিপুরদুয়ার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি সহ পুলিশ প্রশাসনের উচ্চ আধিকারিক গণ।

উল্লেখ্য গত শুক্রবার ভোরে পাকিস্তানের সাথে গুলির লড়াই এ শহীদ হন গোর্খা রেজিমেণ্টর নায়েক রাজীব থাপা। এই খবর আসা মাত্র আলিপুরদুয়ার জেলার মেচপাড়াতে তার গ্ৰামে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুনঃ ইরাকে মসজিদে বিস্ফোরণ

চারিদিকে বন, চা বাগান আর পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট এত সুন্দর গ্রামে যেখানে রাজীবের জন্ম ও বেড়ে ওঠা সেই গ্রামে এভাবে রাজীবের দেহ ফিরবে কেউ কোন দিন কল্পনাই করতে পারেনি। গোটা এলাকায় শোকের ছায়া ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584