‘জাগো বাংলা’য় নিবন্ধ লিখলেন অনিল বিশ্বাসের কন্যা অজন্তা, মমতা প্রসঙ্গে জানা যাবে আগামীকাল

0
242

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

‘বঙ্গ রাজনীতিতে নারীশক্তি’ তৃণমূলের দৈনিক মুখপত্র জাগো বাংলা’য় একটি উত্তর সম্পাদকীয় নিবন্ধ। হয়তো এনিয়ে খুব কিছু আলোচনা হতো না, যদি না নিবন্ধের লেখিকা হতেন প্রয়াত অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস। বুধবার জাগো বাংলায় প্রকাশিত হয়েছে প্রথম কিস্তি, পরের কিস্তি প্রকাশিত হবে বৃহস্পতিবার।

Jago Bangla Nari Shakti

অনিল কন্যা অজন্তা পেশায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক। জাগো বাংলা’য় লেখক পরিচিতি হিসেবে তাই-ই লেখা হয়েছে। কিন্তু ওই লেখার সঙ্গে একটি ‘স্ট্র্যাপ’ ব্যবহার করা হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে, ‘বাসন্তীদেবী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়’। নিবন্ধের বিষয় পরিচিতিতে লেখা হয়েছে ‘প্রাক্ স্বাধীনতা পর্ব থেকে সাম্প্রতিককালের ইতিহাসের চালচিত্রে বাঙালি মহিলাদের অবদান’।

খুব স্বাভাবিক ভাবেই মহিলাদের ‘অবদান’ এর প্রসঙ্গে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। ইতিহাসের অধ্যাপক হিসেবেই স্বাধীনতা আন্দোলনের সময় নারীশক্তির আন্দোলন এবং অবদানের ইতিহাসের কথা লিখেছেন অজন্তা বিশ্বাস। তাঁর নিবন্ধে উঠে এসেছে বাসন্তীদেবীর সঙ্গেই ঊর্মিলাদেবী, সুনীতিদেবী, সরোজিনী নাইডু, মোহিনী দাশগুপ্তা প্রমুখের নাম। প্রথম কিস্তিতে কোথাও মমতার নাম আসেনি। তবে পরের কিস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আসবে বলেই অনুমান করা হচ্ছে।

আরও পড়ুনঃ আইপ্যাক কর্মীদের বিরুদ্ধে ফৌজদারি ধারায় পদক্ষেপের পথে ত্রিপুরার পুলিশ, হাজিরার নির্দেশে চিঠি

অনিল বিশ্বাসের কন্যা হলেও কলেজ জীবন ছাড়া আর কখনো প্রত্যক্ষভাবে বাম রাজনীতি শুধু নয় রাজনীতিতেই অজন্তা-কে কখনো দেখা যায়নি। মূলত লেখাপড়ার জগতেই ব্যস্ত ছিলেন তিনি, তার পরে যোগ দিয়েছেন অধ্যাপনায়। সেই অধ্যাপনার সূত্রেই তাঁর এই উত্তর সম্পাদকীয় কলাম লেখা। কিন্তু যাঁর বাবার নাম অনিল বিশ্বাস এবং তিনি লিখেছেন তৃণমূল কংগ্রেসের দৈনিক মুখপত্রে কাজেই সে নিয়ে কিছু আলোচনার অবকাশ থেকেই যায়।

আরও পড়ুনঃ তদন্তে হস্তক্ষেপ করবে না আদালত, কয়লাপাচার কাণ্ডে বিনয় মিশ্রের আর্জি খারিজ করল হাইকোর্টের

সিপিআইএম-এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চির বৈরিতার সম্পর্ক তা সর্বজনবিদিত। সেই সূত্রে অনিল বিশ্বাসের সাথেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক যে মোটেই ভালো ছিলনা তা বলার অপেক্ষা রাখেনা। কাজেই বৃহস্পতিবার অজন্তার কলমে রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান সম্পর্কে কি তথ্য উঠে আসে সেদিকে অধীর আগ্রহে রয়েছে ওয়াকিবহাল মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here