নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
নাম না করে ফের পশ্চিমবঙ্গকে তোপ কেন্দ্রের। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের যুগ্মসচিব লব আগারওয়াল এদিন সাংবাদিক সম্মুখে এক লাফে দেশে কোন আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি রাজ্যের তথ্যের গরমিল বিষয়টি মূলত ইঙ্গিত করে বলেন,”গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা এখনও পর্যন্ত সর্বাধিক। আমরা একটা সংক্রামক রোগের সঙ্গে লড়ছি। সময়মতো কেস রিপোর্ট করা এবং ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কয়েকটি রাজ্যে ফাঁক পেয়েছিলাম, তা উপযুক্ত পদক্ষেপের মাধ্যমে ঠিক করা হচ্ছে।”
তবে এখানে সরাসরি নাম না করলেও যে তিনি বাংলাকে ইঙ্গিত করছেন তা স্পষ্টতই বোঝা যায় তার কারণ হলো ইতিমধ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল বাংলা পর্যবেক্ষণ করে গেছেন এবং তারা অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গ সরকার করোনা আক্রান্ত নিয়ে তথ্যের গরমিল করছে। কেন্দ্রের এই মন্তব্যের পরেই কার্যত মমতা ব্যানার্জি অভিযোগ তোলেন বাংলাকে বদনাম করা হচ্ছে।
We persuaded certain states as we were not receiving reports of cases/deaths on time from them, after which the cases have been reported and we have seen spike in death cases today: Lav Aggarwal, Joint Secretary, Health Ministry #COVID19 pic.twitter.com/5JsXpBprxP
— ANI (@ANI) May 5, 2020
তবে একলাফে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যগুলির তথ্য গরমিলের বিষয়ে কেন পরোক্ষভাবে বাংলাকে টার্গেট ? সে উত্তরে বলা যায় কেন্দ্রীয় তথ্য অনুযায়ী সোমবার সকাল আটটা পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯৬৩। কিন্তু ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২৫৯। যেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮।
এই তথ্যের নিরিখে কেন্দ্রীয় তথ্য পর্যালোচনা করে বলা যায় । বেশ কয়েকদিন আগে পর্যন্ত দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ২,০০০-২৫০০-এর মধ্যে । যেখানে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫০-৮০-এর মধ্যে । কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল ৮ টায় এই চিত্র বদলে যায়। এক ধাক্কায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩,৯০০ , যেখানে ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ১৯৫।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584