Tokyo Olympics: সেমিফাইনালে লভলিনা, অলিম্পিক্স বক্সিংয়ে তৃতীয় পদক আসছে ভারতে

0
47

মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ

টোকিও অলিম্পিক্স ২০২০-তে মীরাবাঈ চানু’র পর ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করলেন লভলিনা বড়গোহাঁই। মহিলাদের ওয়েল্টার বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে জিতে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করলেন লাভলিনা।

Lavalina
লভলিনা বড়গোহাঁই। ছবি: সংগৃহীত

প্রতিপক্ষ চাইনিজ তাইপের নিয়েন চিন চেনকে ৪-১ ফলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন লভলিনা। অন্তত ব্রোঞ্জ পদক পাচ্ছেন তিনি। আগামী ৪ অগাস্ট তুরস্কের বক্সার সুরমেনেলির বিরুদ্ধে সেমিফাইনালের লড়াইয়ে নামবেন লভলিনা।

আরও পড়ুনঃ টোকিও অলিম্পিক্সে ভারতকে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন আরও এক বক্সার

বিজেন্দ্র সিংয়ের হাত ধরেই বক্সিংয়ে ভারতে প্রথম পদকটি এসেছিল। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন মেরি কম। দীর্ঘ নয় বছর পর ফের বক্সিংয়ে তৃতীয় পদক এল দেশে।

মেরি কমের পর দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে ভারতকে পদক দিলেন লভলিনা। জয়ের পর ট্যুইট করে লভলিনাকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেন্দ্র সিং।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here