বই নকলের অভিযোগে উকিলের নোটিশ

0
657

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

lawyer complain about duplicate book
সাংবাদিক সম্মেলনে ডঃ কাঞ্চন দে।নিজস্ব চিত্র

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ডঃ বিকাশ রায়ের সম্পাদনায় পাঠে,বহু পাঠে শীর্ষক গ্রন্থে কালিয়াগঞ্জের লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যা পিঠের শিক্ষক ডঃ কাঞ্চনদের গবেষণা পত্রের অভিজিৎ সেনের সাহিত্য সৃষ্টির তালিকা হুবুহু তুলে ধরার প্রতিবাদে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে শিক্ষক ডঃকাঞ্চন দে তার আইনজীবী অশোক বন্ধু লাহিড়ীকে সঙ্গে নিয়ে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিকাশ রায় ও প্রকাশিত গ্রন্থের সহ সম্পাদক বিজয় কুমার স্বর্ণকার,সুশীল মালিক,গ্রন্থের প্রকাশক ও মুদ্রকের বিরুদ্ধে উকিলের নোটিস পাঠালেন বলে উপস্থিত সাংবাদিকদের জানান।

শিক্ষক ডঃকাঞ্চন দে আরও অভিযোগ করেন তার অনুমতি ছাড়া অসৎ ব্যবসায়িক উদ্দেশ্যে তার গবেষণাপত্রের অংশবিশেষ বিকাশ রায়ের সম্পাদিত গ্রন্থে গ্রন্থভুক্ত করায় যা এক কথায় কপি রাইট আইনকে লঙ্ঘন করেছেন।এর প্রতিবাদে তিনি তার আইনজীবী অশোক বন্ধু লাহিড়ীর মাধ্যমে উকিলের নোটিশ উক্ত ব্যক্তিদের নিকট পাঠিয়ে দিয়েছেন বলে জানান।

আরও পড়ুন: ত্রিকোণ প্রেমের জেরে বন্ধুকে কোপানোর অভিযোগ

রায়গঞ্জ জেলা জর্জ কোর্টের আইনজীবী অশোক বন্ধু লাহিড়ী বলেন এই ধরনের কাজ উচ্চ শিক্ষিত মানুষদের কাছ থেকে বা সমাজের এলিট সমাজের কাছে কোন ভাবেই আশা করা যায়না।একটি গবেষণা পত্র থেকে অভিজিৎ সেনের ১৪ পাতা সাহিত্য সৃষ্টির তালিকা হুবুহু অধ্যাপক ডঃ বিকাশ রায় তার গ্রন্থে প্রকাশ করলেন যে, কোনভাবেই ভুল বলা যায়না।এ ব্যাপারে গৌরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডঃ বিকাশ রায়কে প্রশ্ন করলে তিনি বলেন এটা তার ভুল হয়েছে কোন ভাবে।তবে তিনি তার গ্রন্থটি থেকে এই অংশটি সংশোধন করার ব্যবস্থা নিচ্ছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here