ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের জন্য কেন্দ্র সরকারকে নির্দেশ দিক সুপ্রীম কোর্ট, আবেদন করা হয়েছে মামলায়।পশ্চিমবঙ্গে জারি করা হোক রাষ্ট্রপতি শাসন, এই মর্মে কেন্দ্রকে নির্দেশ দিক সুপ্রীম কোর্ট আবেদন জানিয়ে সর্বোচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করলেন ঘনশ্যাম উপাধ্যায় নামে এক আইনজীবী।
রাজ্যে ভোট পরবর্তী হিংসায় ১৬ জন বিজেপি কর্মী-সমর্থকের মৃত্যু হয়েছে এমনটা দাবি করে আবেদনে বলা হয়েছে যে শুধু কেন্দ্রীয় সরকারকে ৩৫৬ ধারা প্রয়োগের নির্দেশ দেওয়াই নয়, একইসঙ্গে আদালত যেন একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে।রাজ্য বিজেপির বেশ কিছু নেতা বাংলায় বিধানসভা নির্বাচনের আগে থেকেই রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছিলেন।
আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে নির্বাচনী ডিউটিতে গিয়ে ১৬০০ নয় মৃত্যু ৩ জন শিক্ষকের, দাবি যোগী সরকারের
গতকাল নারদ মামলায় হঠাৎ করেই নতুন মোড় তৈরি হয়। রাজ্যের ২ মন্ত্রী-সহ ৪ নেতাকে গ্রেফতার করে সিবিআই। এরপরেই তাঁদের জামিন নিয়ে শুরু হয় বড়সড় আইনি লড়াই এবং তার নিষ্পত্তি এখনো হয়নি। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলে সুপ্রিম কোর্টে এমন একটি আবেদন নানা রাজনৈতিক জল্পনা সৃষ্টি করেছে।
আরও পড়ুনঃ নারদকাণ্ডে রাজ্যের চার নেতা-মন্ত্রীর জামিন স্থগিতাদেশে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
এই আবেদনে ঘনশ্যাম উপাধ্যায় দাবি করেছেন, তৃণমূল সরকার সাধারণ মানুষের জীবন, সম্পত্তি ও স্বাধীনতা রক্ষায় ব্যর্থ। একই সঙ্গে তাঁর দাবি, পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। এমতাবস্থায় ভারত যেন তালিবানি দেশে পরিণত না হয় সেজন্যেই আদালতের হস্তক্ষেপ প্রয়োজন এমনটাই আবেদনে আর্জি জানিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584