অঞ্জন চ্যাটার্জি, স্পোর্টস ডেস্কঃ
ভারতে নিষিদ্ধ পাবজি। এই চিনা আপসকে নিষিদ্ধ করলো নরেদ্র মোদী সরকার। তাৎপর্য পূর্ণভাবে মোদীর এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন মমতা বন্দোপাধ্যায়ের সরকারের ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা।
টুইট করে তিনি লিখলেন, মাঠগুলি আর ফাঁকা থাকবে না। বর্তমান প্রজন্ম মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে বিকেলে ফের মাঠমুখি হবে।
Great news! 👏👏
Now playgrounds will not be empty anymore.
Our young generation will move to playgrounds in the evening which is beneficial and necessary for their mental and physical health.#PUBG https://t.co/7MNzFEIoL3— Laxmi Ratan Shukla🇮🇳 (@Lshukla6) September 2, 2020
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত নেইমার
যদিও লক্ষী এই মন্তব্য ক্রীড়াপ্রেমী হিসেবে বলেছেন বলে মনে করা হচ্ছে কারণ পাবজিতে আকৃষ্ট হয়ে নতুন প্রজন্ম মাঠে যাওয়া বন্ধ করে দিয়েছিলো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584