এমন মার মারবে বল পুরো ছাতু হয়ে যাবেঃ অনুব্রত

0
64

পিয়ালী দাস,বীরভূমঃ

anubroto mondal | newsfront.co
অনুব্রত মন্ডল ৷ নিজস্ব চিত্র

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই জোরকদমে প্রচারপর্ব চালিয়ে যাচ্ছে সমস্ত রাজনৈতিক দল। পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। তাই আজ বীরভূম জেলার খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাঁচড়া হাটে এক বিশাল মহিলা সমাবেশের আয়োজন করা হয়।

এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের মেণ্টর অভিজিত সিনহা, সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়, বোলপুরের সাংসদ অসিত মাল, দুবরাজপুর বিধানসভার বিধায়ক নরেশ চন্দ্র বাউরী, দুবরাজপুর পুরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে সহ অন্যান্যরা।

sayantan basu | newsfront.co
সায়ন্তন বসু ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সরকারের বিরুদ্ধে ভিন্নমত পোষণ করা দেশদ্রোহিতা নয়ঃ সুপ্রিম কোর্ট

এদিন অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের খতিয়ান গুলো তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় কটাক্ষ করেন। সাংবাদিকরা অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করেন- বিজেপি নেতা সায়ন্তন বসু নাকি বলেছেন, এই জেলায় শেষ দফায় ভোট তাই কেন্দ্রীয় বাহিনী বেশী মোতায়েন করা হবে। জবাবে অনুব্রত মণ্ডল বলেন, খয়রাশোল ব্লকে ১৭১ টি বুথ আছে প্রতিটি বাড়িতে চারজন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুক তাও কিছু করতে পারবে না। পাশাপাশি তিনি আরও বলেন, সিনেমা জগতে অমিতাভ বচ্চন শেষ কথা তেমনি রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বটগাছ ।

আরও পড়ুনঃ নন্দীগ্রামে মমতা ব্যানার্জীকে হারাবো, চ্যালেঞ্জ শুভেন্দুর

এদিকে নানুরে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে, মোর্চা ও মহিলা মোর্চা কেন্দ্রীয় বাহিনীর হাতে তৃণমূল নেতাদের নাম তুলে দেবে, যাতে নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের নেতারা গন্ডগোল করলে তাদেরকে ক্রিকেট বলের মত কেন্দ্রীয় বাহিনী ব্যাট দিয়ে প্যাঁদাতে পারে। পাল্টা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন, খেলবে তৃণমূল কংগ্রেস। ব্যাট চালিয়ে কিভাবে ছক্কা হাঁকাতে হয় সেটা তৃণমূল কর্মীরা নির্বাচনের দিন দেখিয়ে দেবে । এমন মার মারবে যে বল পুরো ছাতু হয়ে যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here