‘গুন্ডা’ বলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ দিলীপ ঘোষের

0
77

শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ

রবিবার সাতগাছিয়ার জনসভা থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে গুন্ডা বলে আক্রমণ করেছিলেন যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য মঞ্চে তাকে ‘গুন্ডা’ বলে দাবি করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠিয়ে তিন দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে দিলীপবাবুর আইনজীবী মারফত পাঠানো ওই চিঠিতে।

dilip ghosh | newsfront.co
দিলীপ ঘোষ। ফাইল চিত্র

আইন বাঁচানোর জন্য তার নাম না নিয়ে বিজেপি নেতৃত্ব ‘ভাইপো’ বলে আক্রমণ করায় রবিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনায় সাতগাছিয়ায় তৃণমূলের এক জনসভা থেকে পরপর বিজেপি নেতাদের আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি তো বলছি দিলীপ ঘোষ গুন্ডা, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত, সুনীল দেওধর বহিরাগত, কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশ বিজয়বর্গীয় একটা গুন্ডা।’

আরও পড়ুনঃ তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে, গ্রেফতার

abhishek banerjee | newsfront.co
অভিষেক ব্যানার্জি। ফাইল চিত্র

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সফরের আগেই শুভেন্দু অধিকারীর ফ্লেক্সে ছয়লাপ গোটা মেদিনীপুর শহর

এই মন্তব্যের সমালোচনা করে সোমবার সকালে দিলীপবাবু বলেন, “একজন থাকে ৭ কোটি টাকার বাড়িতে আর আমি থাকি লোকের বাড়িতে। এবার বুঝুন কে গুন্ডা!” তারপরেই দিলীপবাবু বলেন, “সাধারণ মানুষের ওপর অত্যাচার হলে গুন্ডামি করব। গুন্ডামির এখনো কী দেখেছেন?”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here